1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন কোচের পয় ভালোই, জিতল কোলন

৩১ অক্টোবর ২০১০

কোলনের নতুন কোচ বেশ পয়া বললে ভুল হবে না৷ প্রথম খেলাতেই দল হারাল হামবুর্গকে৷ এদিকে শনিবার আরও জিতল ফ্রাঙ্কফুর্ট আর লেভারকুজেন৷ লেভারকুজেন এখন তিন নম্বরে উঠে গেল বিপাকে পড়া শালকেকে হারিয়ে দিয়ে৷

https://p.dw.com/p/Puiq
গোল দেওয়ার পর লেভারকুজেনের সিডনি স্যামছবি: dapd

ঘরের কাছের দল কোলন একটু স্বস্তিতে

কোলনের বুন্দেসলিগা কপাল এমনিতেই বেশি সুবিধের নয়৷ বেশ কিছুদিন ধরে শনির দশা৷ একবার তো সেকেন্ড ডিভিশনে নেমেও গিয়েছিল কোলন৷ তো, সবে নতুন কোচ এসেছেন দলে৷ নাম ফ্রাঙ্ক সেইফিয়ের৷ তাঁর পয় ভালোই বলতে হবে৷ কারণ শনিবার হামবুর্গের বিরুদ্ধে লিগের খেলায় কোলন যে ৩-২ জিতল, সেটাকে বেশ আত্মবিশ্বাস ফিরে পাওয়া বিজয় বলতেই হবে৷ কোলনের হয়ে এদিন হ্যাটট্রিক করে মাঠ মাতিয়ে দেন মিলিভোয়ে নোভাকোভিচ৷ খেলা শেষ হওয়ার পর সাংবাদিক সম্মেলনে কোলন জানিয়ে দিয়েছে, সেইফিয়ের অস্থায়ী নন৷ আপাতত তাঁকেই পাকাপাকি কোচ হিসেবে নিয়োগ দিয়ে দিচ্ছে কোলন৷

অন্য খেলাগুলোতে ফ্রাঙ্কফুর্ট আর লেভারকুজেন হিরো

শনিবারের আর যে দুটো বড় খেলা ছিল, তার মধ্যে প্রথমটায় ফ্রাঙ্কফুর্টের ফ্যানিস গেকাস এদিনও খেল দেখিয়ে দিলেন৷ বুন্দেসলিগার টপ স্কোরার গেকাসের পা থেকে শনিবার জোড়া গোল আসে ফ্রাঙ্কফুর্টের৷ খেলাটাও বেশ জোরদার৷ শেষ পর্যন্ত ফ্রাঙ্কফুর্ট সাংক্ত্ পাউলি'কে ৩-১ গোলে হারিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে গেছে৷ আর অন্যদিকে বায়ার লেভারকুজেন শালকেকে ১-০ গোলে হারিয়ে চলে গেল লিগ টেবিলের তিন নম্বরে৷ শালকের কিন্তু বেশ দুর্দিন এখন৷ কারণ শনিবারের হারটা নিয়ে পরপর পাঁচটা ম্যাচে হেরে যাওয়া শালকে চলে গেছে লিগ টেবিলের সতেরো নম্বরে৷ যেখান থেকে আবার ওপরের দিকে ফেরাটা মোটেও সহজ কাজ নয়৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দোপাধ্যায়

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী