1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন দলে খেলা উপভোগ করছি: ওয়েজিল

১৮ অক্টোবর ২০১০

জার্মান ক্লাব ছেড়ে স্পেনের ফুটবল ক্লাব, রেয়াল মাদ্রিদে চলে যাওয়া, জার্মান জাতীয় দলের খেলোয়াড় মেসুত ওয়েজিল নতুন দলে খেলা উপভোগ করতে শুরু করেছেন৷ এই খবর ইউরোপের অন্যান্য ফুটবল দলগুলোর জন্যে সুখকর নয়৷

https://p.dw.com/p/Pgov
Mesut, Oezil, German, Germany, Football, জার্মান, মেসুত, ওয়েজিল
জার্মান জাতীয় দলের খেলোয়াড় মেসুত ওয়েজিলছবি: AP

এই প্রতিভাবান জার্মান খেলোয়াড় লা লিগাতে শনিবারে দারুণ খেলেছেন৷ খেলা শেষে মাঠ ত্যাগের আগে হাসতে হাসতে ওয়েজিল বলেন, ‘‘এই দলে খেলাটা আমি সত্যি দারুণ উপভোগ করছি৷ এবং আমি মনে করি আমরা প্রতিটি ম্যাচেই উন্নতি করবো৷'' ওয়েজিল বলেন, তিনি মঙ্গলবারের চ্যাম্পিয়ন্স লিগের খেলার জন্য অধীর আগ্রাহে অপেক্ষা করছেন৷

তুর্কি বংশোদ্ভূত ২২ বছরের ওয়েজিলের জন্ম এবং বেড়ে ওঠা সবই জার্মানিতে৷ এবারের বিশ্ব কাপে বিস্ময়কর রকম ভালো খেলার পরে প্রথমে সবাই ধারণা করছিল ওয়েজিল হয়ত বার্সেলোনা ফুটবল ক্লাবে চলে যাচ্ছেন৷ বিশ্ব কাপে সাফল্যের পরে বিশাল অঙ্কের অর্থ নিয়ে তাঁর ক্লাব ভ্যার্ডার ব্রেমেন ত্যাগ করেন তিনি৷ তবে এই ক্লাবের সঙ্গে ২০১১ সালের জুলাই মাসে এমনিতেই তাঁর চুক্তি শেষ হয়ে যাবার কথা ছিল৷ যদিও, বার্সা ওয়েজিলের প্রিয় স্প্যানিশ দল এবং বার্সার নতুন প্রেসিডেন্ট সান্দ্রো রসেল ১৫ মিলিয়ন অর্থের বিনিময়ে ওয়েজিলকে কিনতেও রাজি ছিলেন, কিন্তু রসেল যখন কোচ পেপ গুয়ারদিয়োলাকে এটি অনুমোদন করতে বলেন, তখন বার্সার কোচ বলেন, জার্মানি থেকে খেলোয়াড় না এনে, ক্লাবের নার্সারি দলে যে সব নবীন স্টার আছে তাদেরকে সুযোগ দিতে চান তিনি৷

আর এই সুযোগটি আর হাত ছাড়া করেনি রেয়াল মাদ্রিদ৷ সঙ্গে সঙ্গে তারা এগিয়ে আসে এবং খুব দ্রুত ওয়েজিলকে দিয়ে চুক্তি সই করিয়ে নেয়৷ প্রতিভাবান এই খেলোয়াড় ধীরে ধীরে তাঁর যোগ্যতা ও দক্ষতা সম্পর্কে কোচ হোসে মৌরিনহোকে নিশ্চিত করেছেন৷ রোনাল্ডো, হিগুআইন ও ডি মারিয়া তাঁদের একের পর এক গোল দিয়ে সংবাদ মাধ্যমে শীর্ষস্থান দখল করলেও, ওয়েজিল তাঁর প্রশংশাসূচক পাসিং, তীক্ষ্ণ দৃষ্টি এবং গোলের সুযোগ খুঁজে খেলা উপহার দিয়ে ভক্তদের খুশি করেছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদানা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য