1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন নিষেধাজ্ঞা দিলে কঠোর জবাবের হুমকি

১৭ ফেব্রুয়ারি ২০১০

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের পক্ষে সমর্থন আদায় করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ক্লিন্টনের সৌদি সফরের সময়ে মুখ খুললেন ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ৷ জানালেন, নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে তার কঠিন জবাব দেবে দেশটি৷

https://p.dw.com/p/M3Qk
ছবি: AP

কোন দেশ ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করলে ইরানও তার সমুচিত জবাব দেবে৷ ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মঙ্গলবার এই হুঁশিয়ারি দিয়েছেন৷ তিনি বলেন, কেউ যদি ইরানের জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করে, তাহলে আমাদের উত্তর আগের মতো হবে না৷ বরং আমরা এমন কিছু করবো, যা তাদের জন্য দুঃখ বয়ে আনবে৷

আহমাদিনেজাদের মতে, জাতিসংঘের প্রস্তাবিত পরমাণু জ্বালানী বিনিময় চুক্তি নিয়ে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি৷ তিনি বলেন, এমনকি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরেনিয়াম বিনিময়েও রাজি আছি৷ মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রদান করলে আমরা তাদেরকে বিনিময়ে ন্যায্য অর্থ দেব, অথবা তারা যদি চায় ৩ দশমিক ৫ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম তাদেরকে দেবো৷

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের সৌদি সফরের একদিন পর এই মন্তব্য করলেন আহমাদিনেজাদ৷ হিলারি ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপে চীন যেন ভেটো না দেয়, সে বিষয়ে সৌদি বাদশাহ আব্দুল্লাহ-র সমর্থন আদায়ের চেষ্টা করছেন৷ তিনি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি মধ্যপ্রাচ্যকে আরো অস্থির করে তুলবে বলে মত দেন৷ হিলারি বলেন, ইরান আই এ ই এ কে জানিয়েছে যে, উঁচু পর্যায়ে সমৃদ্ধ ইউরেনিয়াম প্রস্তুত করতে কাজ শুরু করবে তারা৷ এই ঘোষণা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের বিরুদ্ধে উসকানিমুলক প্রকাশ্য অবাধ্যতা৷ ইরানের সরকার জানে যে, এর ফলে এই অঞ্চলে আরো অস্থিরতা তৈরি হবে এবং স্বাতন্ত্র্যবাদ বাড়াবে৷

এদিকে, জাতিসংঘে ইসরায়েলের বিশেষ দূত গাব্রিয়েলা সালেভ দাবি করেছেন, ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে চীনের অবস্থান এখনো রহস্যময়৷ বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দিচ্ছে৷

প্রসঙ্গত, গত সপ্তাহে আহমাদিনেজাদ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই এ ই এ-র প্রস্তাবে রাজি হওয়ার বদলে দেশেই আরও সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের নির্দেশ দেন৷ এরপর ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে পশ্চিমা দেশগুলোর তৎপরতা বেড়ে যায়৷ কিন্তু চীনের সম্মতি না থাকলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে ইরানের উপর আরো নিষেধাজ্ঞা আরোপ সম্ভব নয়৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন