1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন প্রযুক্তি নিয়ে আসছে ‘স্পাইডারম্যান’

১৩ মার্চ ২০১১

রূপালি পর্দায় ঝড় তুলতে স্পাইডারম্যান আবার আসছে৷ এবারের পর্বের নাম দেয়া হয়েছে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান’৷ সম্পূর্ণ নতুন ত্রিমাত্রিক প্রযুক্তি নির্ভর হবে এবারের পর্ব৷

https://p.dw.com/p/10YOd
Tobey, Maguire, Spider, Man, Kirsten, Dunst, star, Columbia, Pictures, action, adventure, নতুন, প্রযুক্তি, স্পাইডারম্যান
স্পাইডারম্যান এর ভক্তদের কাছে অতি পরিচিত এই দৃশ্য ভুলে যাওয়ার নয়ছবি: AP

খুব বেশি দিন আর অপেক্ষা নয়৷ ২০১২ সালের ৩ জুলাই থেকে প্রেক্ষাগৃহে আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে ‘দ্য অ্যামাজিং স্পাইডারম্যান'৷ ছবিটির বিপণন কোম্পানি সোনি পির্কচার্স আজই এই ঘোষণা দিয়েছে৷

এবারো এই ছবির নায়ক হিসাবে থাকছে, মানে পিটারের ভূমিকায় অভিনয় করছেন তরুণ অভিনেতা অ্যান্ড্রু গারফিল্ড৷ নায়িকা হিসাবে যথারীতি এমা স্টোন৷ পাশাপাশি অভিনয় করবেন ভারতীয় নায়ক ইরফান খান, হলিউডের রাহেস ইফানস, ডেনিস ল্যারে, কম্পবেল স্কট, মার্টিন শিন এবং শ্যালি ফিল্ডসহ আরও অনেকে৷

স্পাইডারম্যানের প্রযোজনা কোম্পানি কলম্বিয়া পিকচার্স জানিয়েছে, এবার শুধু ত্রিমাত্রিক বা থ্রিডিই নয়, একই সঙ্গে এই প্রথমবারের মতো ছবিতে ব্যবহার করা হচ্ছে ‘থ্রিয়েলিটি' নামের নতুন প্রযুক্তি, যাতে ছবির প্রতিটি দৃশ্য হয়ে উঠবে আরও প্রাণবন্ত৷ ক্যামেরাকে এমনভাবে এই প্রযুক্তির মাধ্যমে ব্যবহার করা যায়, মনে হবে ঠিক আপনার চোখের সামনেই ঘটছে সব ঘটনা৷

স্পাইডারম্যান ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি জন শোয়ার্তসমান জানিয়েছেন, ‘ইতিমধ্যে আমরা নতুন থ্রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে পরীক্ষামূলক চিত্রগ্রহণের কাজ করে দেখেছি৷ সত্যিই দারুণ কাজ হয় এটায়৷'

ছবিটি পরিচালনার দায়িত্বে আছেন মার্ক ওয়েব৷ এই তো কিছুদিন আগে তিনি ভারতীয় অভিনেতা ইরফান খানকে ফোনে জানান স্পাইডারম্যানের প্রধান খলনায়কের ভূমিকায় অভিনয় করবার প্রস্তাব৷ প্রথমে নাকি বিশ্বাস হচ্ছিলো না ইরফানের৷ পরে লুফে নেন৷ সংবাদিকদের তিনি বলেন,‘এটি আমার জন্য একটি ভালো সুযোগ৷' অন্যদিকে, পরিচালক আমুদে দর্শকদের উদ্দেশ্যে জানিয়েছেন, ‘একটু অপেক্ষা করুন৷ একটি ভালো ছবি উপহার দিচ্ছি আমরা৷'

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই