1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিসের জন্য নতুন বেইলআউট

১৩ জুলাই ২০১৫

রবিবার রাত জুড়ে ইউরোগ্রুপের মোট ১৭ ঘণ্টা আলাপ-আলোচনার পর টুইটারে খবরটা দেন ইউরোপীয় ইউনিয়েনের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক: গ্রিস ইউরোপীয় স্থায়িত্ব প্রণালী ইএসএম-এর কাছ থেকে সাহায্য পেতে চলেছে৷

https://p.dw.com/p/1Fxhb
Belgien Euro-Gipfel erzielt Einigung bei Griechenland Pressekonferenz
ছবি: picture-alliance/dpa/O. Hoslet

টুস্ক-এর টুইট'টি ছিল: ‘‘ইউরো-শীর্ষবৈঠক সর্বসম্মতিক্রমে ঐকমত্যে পৌঁছেছে৷ আন্তরিক সংস্কার ও আর্থিক সাহায্য সহযোগে গ্রিসের জন্য ইএসএম কর্মসূচি প্রস্তুত৷'' ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার বলেছেন যে, এই সমঝোতার অর্থ, গ্রিস'কে ইউরোজোন পরিত্যাগ করতে হবে না, অর্থাৎ তথাকথিত ‘গ্রেক্সিট' ঘটবে না৷ ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ এই আপোশের প্রশংসা করে বলেছেন, এবার গ্রিক সংসদের কয়েক ঘণ্টার মধ্যে মিলিত হয়ে নতুন সংস্কারগুলি কার্যকরি করা উচিত৷ ইউরোজোনের গ্রিসকে হারানো হতো ‘‘আমাদের সভ্যতার হৃৎপিণ্ডকে হারানোর'' সমতুল, বলেছেন ওলঁদ৷

Belgien Euro-Gipfel erzielt Einigung bei Griechenland Pressekonferenz
কি ভাবছেন আঙ্গেলা ম্যার্কেল?ছবি: Reuters/P. Wojazer

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, গ্রিসের সঙ্গে আস্থা ‘‘পুনরায় গড়ে তোলা প্রয়োজন'', তবে তিনি ‘‘পূর্ণ প্রত্যয়ের সঙ্গে'' আলাপ-আলোচনা সমর্থন করেন৷ ইউরোজোন অর্থমন্ত্রীদের নেতা জেরোন ডাইসেলব্লুম বলেছেন, গ্রিসের সঙ্গে একটি চূড়ান্ত বেইলআউট বা আর্থিক ত্রাণ চুক্তি সম্পাদিত হতে ‘‘বেশ কয়েক সপ্তাহ'' সময় লেগে যেতে পারে৷ এক্ষেত্রে গ্রিক সংসদ'কে শীঘ্র এক পর্যায় সংস্কার আইনে পরিণত করতে হবে৷ অপরদিকে ইউরোগ্রুপের মন্ত্রীদের একটি প্যানেল এই সোমবারেই গ্রিসের জন্য স্বল্পমেয়াদি ‘ব্রিজ ফাইন্যান্সিং' বা সাময়িক অর্থসংস্থান নিয়ে কথাবার্তা বলবেন৷

কথা হচ্ছে তিন বছরের জন্য সাকুল্যে ৮৬ বিলিয়ন ইউরোর একটি বেইলআউট প্যাকেজ নিয়ে - এটি হবে বিগত পাঁচ বছরে গ্রিসের জন্য তৃতীয় আর্থিক ত্রাণ কর্মসূচি৷ নতুন সমঝোতা, আপোশ কিংবা সম্ভাব্য চুক্তির পূর্ণ খুঁটিনাটি এখনো প্রকাশিত হয়নি, তবে গ্রিসকে আদতে যে শর্ত দেওয়া হয়েছিল, এবারকার শর্ত তার চেয়ে কড়া হবে বলেই ধরে নেওয়া যেতে পারে৷ এথেন্স'কে কর্মবাজার এবং অবসরভাতার ক্ষেত্রে সংস্কার আনতে হবে; সেলস ট্যাক্স ও আয়করের ক্ষেত্রেও সে'কথা প্রযোজ্য; এছাড়া প্রাইভেটাইজেশন, অর্থাৎ সরকারি মালিকানা থেকে বেসরকারি মালিকানায় আনার হার বাড়াতে হবে এবং সেজন্য লাক্সেমবুর্গে অবস্থিত একটি তহবিলে ৫০ বিলিয়ন ইউরো অবধি মূল্যের সরকারি ‘সম্পত্তি' (বিক্রির জন্য) জমা রাখতে হবে৷

Belgien Euro-Gipfel erzielt Einigung bei Griechenland
হারলেন না জিতলেন আলেক্সিস সিপ্রাস?ছবি: Reuters/E. Vidal

অন্যান্য শর্তের মধ্যে পড়বে, আলেক্সিস সিপ্রাস'এর সরকার যে ইউরোপীয় কমিশন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক, এই তিন পাওনাদার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের বহিষ্কার করেছিলেন, সেই ‘‘ট্রোইকা'' নামধারী পর্যবেক্ষণ গোষ্ঠীকে পুনরায় গ্রিসে আসতে দিতে হবে৷ এছাড়া বেইলআউট শর্তাবলীর সঙ্গে যুক্ত যে কোনো আইন প্রণয়ন করার আগে ট্রোইকা'র অনুমতি নিতে হবে৷

এসি/জেডএইচ (ডিপিএ, এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য