1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন মুখের সন্ধানে নেমেছেন করণ জোহর

২৫ মার্চ ২০১১

বরাবরই নতুন নতুন পরিকল্পনা নিয়ে কাজ করতে ভালোবাসেন বলিউড পরিচালন করণ জোহর৷ বয়স বেশি নয় তাঁর৷ আর এই বয়সেই অনেকগুলো ব্যবসা সফল ছবি বানিয়েছেন তিনি৷ এই পরিচালক বললেন, বলিউডের প্রয়োজন নতুন মুখ৷

https://p.dw.com/p/10h8f
ছবি: AP

পুরানো মুখ দেখতে দেখতে দর্শকরা অনেকটাই নাকি হাঁপিয়ে উঠেছেন৷ ছবি বানানোর সকল পর্যায়ে, অভিনেতা থেকে শুরু করে কারিগরী কৌশলী পর্যন্ত সর্বত্র প্রয়োজন নতুন প্রতিভা - বললেন করণ জোহর৷ আটত্রিশ বছর ছুঁই ছুঁই করা বয়সের এই পরিচালক বললেন, পরিচালনাতেও আসা দরকার নতুন এবং তরুণ মুখ৷ তাহলে দর্শকরা নতুন কিছু দেখতে পারবেন৷ বিশেষ করে নতুনদের ভাবনা থাকে নতুন, যারা অভিনয় করেন তারাও মন লাগিয়ে কাজ করেন৷

সম্প্রতি ইমরান এবং কারিণাকে সঙ্গে নিয়ে তিনি বানাচ্ছেন সম্পূর্ণ মৌলিক গল্পের উপর ভিত্তি করে ‘শর্ট টার্ম শাদি' নামের একটি সিনেমা৷ ছবিটির প্রযোজনাও করছেন তিনি নিজেই৷ করণ এই বিষয়গুলো নিয়েই আলোচনা করছিলেন হিন্দুস্তান টাইমস- এর সঙ্গে৷ ঐ পত্রিকাকেই জানালেন এ সব কথা৷

বললেন, শুধু কথা নয়, কাজ চাই৷ আর তাই নিজের আগামী ছবিতে তিনি নেবেন সব তরুণ এবং আনকোরা নতুনদের৷ আর এ জন্য ইতিমধ্যে নতুন মুখের সন্ধানও নাকি শুরু করেছেন ‘কফি উইথ করণ'- এর উপস্থাপক করণ জোহর৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী