1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নতুন স্টার্ট চুক্তিতে একমত ওবামা ও মেদভেদেভ

২৭ মার্চ ২০১০

অবশেষে পরমাণু অস্ত্র হ্রাস করতে নতুন ‘স্টার্ট’ চুক্তির খসড়ার ব্যাপারে একমত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷ শুক্রবার দুই নেতা টেলিফোনের আলাপে এই ঐকমত্যে পৌঁছান৷

https://p.dw.com/p/MfYo
গত বছর সিঙ্গাপুরে দুই নেতার বৈঠকছবি: AP

গত বছর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ সফরকালে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক ভাষণ দেন, যেখানে তিনি পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ে তোলার একটি রূপরেখা তুলে ধরেছিলেন৷ রাশিয়ার সঙ্গে নতুন ‘স্টার্ট' চুক্তি তাঁর সেই রূপরেখাকে বাস্তব করে তুলতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে৷ যদিও গত এক বছর ধরে নতুন চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তর আলাপ-আলোচনা হয়েছে৷ তবে প্রেসিডেন্ট ওবামার বলেন, এটার জন্য অত্যন্ত ধৈর্য ধরতে হয়েছে এবং অনেক অধ্যবসায় করতে হয়েছে, কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি৷ এই চুক্তির মাধ্যমে দুই দেশই দ্বিপক্ষীয় সম্পর্কের বেলায় একটি নতুন পর্যায়ে পা রাখতে যাচ্ছে বলেও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ওবামা৷ এই ব্যাপারে তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া একে অপরকে কার্যকরভাবে সহযোগিতা করতে পারে৷ একই সঙ্গে বিশ্বের শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে৷

Atomwaffe
পরমাণু ওয়ারহেডছবি: AP

উল্লেখ্য, ১৯৯১ সালে দুই দেশ কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি বা ‘স্টার্ট' স্বাক্ষর করে৷ এতে দুই দেশ তাদের পরমাণু অস্ত্র কমিয়ে আনতে রাজি হয়৷ নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের দীর্ঘ পাল্লার পরমাণু ওয়ারহেডের পরিমাণ ১৫৫০টিতে কমিয়ে আনবে৷ এর ফলে বর্তমানের চেয়ে প্রায় এক তৃতীয়াংশ পরমাণু ওয়ারহেড কমিয়ে আনতে হবে৷ আগামী সাত বছরের মধ্যে দুই দেশকে এই কাজ করতে হবে৷ এদিকে হোয়াইট হাউস জানিয়েছে আগামী ৮ এপ্রিল প্রাগে দুই দেশের প্রেসিডেন্ট নতুন ‘স্টার্ট' চুক্তিতে স্বাক্ষর করবেন৷

প্রতিবেদক রিয়াজুকোরীয় উপদ্বীপ সংলগ্ন পীত সাগরে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ ডুবে গেছে৷ এতে জাহাজটির কমপক্ষে ৪০ জন ক্রু'র সলিল সমাধি হয়েছে বলে আশংকা করা হচ্ছে৷ ইয়োনহাপ বার্তা সংস্থা জানায়, স্যাটেলাইটের ছবিতে জাহাজটির কোন চিহ্ন দেখা যাচ্ছে না৷ দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখন পর্যন্ত জাহাজডুবির কোন কারণ খুঁজে পায়নি৷ জাহাজটিতে বিস্ফোরণ ঘটেছে, এমন খবরও পাওয়া গেছে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সঞ্জীব বর্মন