1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হজসনের মাথাব্যথা

১৮ অক্টোবর ২০১৩

ইংল্যান্ডের কোচ রয় হজসন ব্রাজিল বিশ্বকাপের জন্য দল বাছতে গিয়ে সেই চিরন্তন তারুণ্য বনাম অভিজ্ঞতার দ্বন্দ্বে পড়বেন৷ বিশেষ করে যখন পোল্যান্ডের বিরুদ্ধে জয়ে গোল দু'টি করেছেন রুনি এবং জেরার্ড৷

https://p.dw.com/p/1A1fP
ছবি: picture-alliance/dpa

গ্রুপ ‘এইচ'-এ ইংল্যান্ডের শেষ দু'টি কোয়ালিফায়ার ছিল মন্টেনিগ্রো এবং পোল্যান্ডের বিরুদ্ধে৷ মন্টেনিগ্রোর বিরুদ্ধে হজসন এই প্রথমবার নামান টটেনহ্যাম হটস্পারের উইংগার ২২ বছর বয়সি অ্যান্ড্রোস টাউনসেন্ড-কে৷ ইংল্যান্ডের হয়ে প্রথম আবির্ভাবেই গোল করেন টাউনসেন্ড ৷ ইংল্যান্ড জেতে ৪-১ গোলে৷

পোল্যান্ডের বিরুদ্ধে খেলাতেও টাউনসেন্ড ডানদিক ধরে তার দুর্ধর্ষ দৌড়ে একাধিকবার পোলিশ ডিফেন্ডারদের চমকে দিয়েছেন৷ কিন্তু মঙ্গলবার ওয়েম্বলি স্টেডিয়ামে ইংল্যান্ডের হয়ে যারা গোল করেন, তারা হলেন ২৮ বছর বয়সি ওয়েন রুনি এবং ৩৩ বছর বয়সি স্টিভেন জেরার্ড, যিনি দলের ক্যাপ্টেনও বটে৷

বুধবার লন্ডনের একটি হোটেলে হজসন সাংবাদিকদের বলেন, রুনি আর জেরার্ড যে গোল দু'টি করেছেন, তাতে তিনি খুব খুশি৷ দু'জনেই কোয়ালিফিকেশন পর্যায়ে ‘‘অন্য অনেকের চেয়ে বেশি দায়িত্ব'' নিয়েছেন এবং সে দায়িত্ব পালনও করেছেন৷ কোয়ালিফিকেশনে রুনি-র সাতটি গোলের কথা ভাবলে হজসনের কথার সত্যতা উপলব্ধি করা যায়৷

নবীনে-প্রবীণে

অন্যদিকে রয়েছে নবীনেরা: টাউনসেন্ড, তার স্পার্স-এর সতীর্থ কাইল ওয়াকার, আর্সেনালের মিডফিল্ডার জ্যাক উইলশেয়ার, এভারটন-এর রস বার্কলে, এরা সবাই তাদের নিজের নিজের ক্লাবে ছাপ রেখেছে এবং এখন ইংল্যান্ড দলে ঢুকতে আকুল৷ ওয়েস্ট হ্যাম-এর মিডফিল্ডার ব়্যাভেল মরিসন ইতিমধ্যেই আন্ডার টোয়েন্টিওয়ান দলে; সদ্য-সমাপ্ত কোয়ালিফিকেশনে সে লিথুয়ানিয়ার বিরুদ্ধে দু'টি গোল করে হজসন ও ব্রিটিশ মিডিয়ার নজর কেড়েছে৷

England Nationaltrainer Roy Hodgson
সবদিক না ভেবে কোনো খেলোয়াড়কে বাতিল করে দেবেন না হজসনছবি: picture alliance/Photoshot

পরিস্থিতি বুঝিয়ে দিয়েছেন হজসন নিজে: ‘‘আগামী ছ'মাসে কোন কোন আন্ডার টোয়েন্টিওয়ান প্লেয়ার সত্যিই চ্যালেঞ্জ দিতে পারবে, সেটা দেখা খুবই ইন্টারেস্টিং হবে৷ কিন্তু তাদের প্রথমে মিডফিল্ডার ফ্র্যাংক ল্যাম্পার্ড এবং লেফ্ট ব্যাক অ্যাশলে কোল-এর মতো আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন প্লেয়ারদের হটাতে হবে৷ ঐ দু'জন আর জেরার্ড মিলে ওরা প্রায় ৩০০ বার ইংল্যান্ডের হয়ে খেলেছে৷''

‘‘আমরা কোনো প্লেয়ারদের না ভেবেচিন্তে বাতিল করব না,'' বলেছেন হজসন৷ ‘‘দল বাছাই খুবই কঠিন হবে কেননা আমাদের এক গাদা ভালো তরুণ খেলোয়াড় আছে, আবার দারুণ সব পুরনো খেলোয়াড়ও আছে৷ কাজেই কাজটা খুব সহজ হবে না৷'' অন্যদিকে আগামী বিশ্বকাপে ইংল্যান্ডকে নিয়ে মাত্রাধিক প্রত্যাশা কিংবা অতিরঞ্জন দমানোর চেষ্টা করেছেন হজসন: ‘‘আমরা যে বিশ্বকাপ জেতার জন্য ফেভারিট নই, সেটা খুবই স্পষ্ট৷ তবে আমরা যথাসাধ্য করব৷''

তাহলে ফেভারিট কারা? হজসনের মতে দক্ষিণ অ্যামেরিকায় বিশ্বকাপ, অতএব ব্রাজিল কিংবা আর্জেন্টিনা৷ আর ইউরোপ থেকে? সেক্ষেত্রে স্পেন আর জার্মানির নাম করেছেন ইংল্যান্ডের কোচ৷

এসি / এসবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য