1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নভেম্বরেই নতুন বেতন কাঠামো, তবে বোনাস পুরনো হিসেবে

৩০ অক্টোবর ২০১০

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে নতুন মজুরি কাঠামো নির্ধারণ হয় গত এপ্রিলে৷ কিন্তু তখন মজুরি কাঠামো বাস্তবায়ন হয়নি৷ কার্যকর হবে ১লা নভেম্বর থেকে৷ এর অর্থ, শ্রমিকরা ডিসেম্বরে বর্ধিত বেতন পাবেন৷

https://p.dw.com/p/PubI
garment, worker, Dhaka, Bangladesh, পোশাক, শ্রমিক, মজুরি, বাংলাদেশ
পোশাক শ্রমিকদের এমন আন্দোলনের প্রেক্ষিতেই নতুন মজুরি ঘোষণা, তবু গড়িমসি এখনওছবি: AP

কিন্তু এখনো গেজেট প্রকাশিত হয়নি৷ নতুন মজুরি কাঠামো অনুযায়ী গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম বেতন ৩ হাজার টাকা৷

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র সভাপতি সালাম মুরশেদী বলছেন গেজেট প্রকাশ না হলেও নভেম্বর থেকেই তারা নতুন মজুরি কাঠামো কার্যকর করবেন৷ তবে নভেম্বর মাসে কোরবানীর ঈদের বোনাস তারা দেবেন পুরনো বেতন কাঠামোতে৷ মজুরি বোর্ডের চেয়ারম্যান বিচারপতি ইকতেদার আহমেদ বলেছেন, সব পক্ষের সম্মতিতেই মজুরি কাঠামো ঠিক হয়েছে৷ তাই কারোরই এটি নিয়ে গড়িমসি করা ঠিক হবেনা৷

গার্মেন্টস শ্রমিক নেতাদের দাবি, কোরবানীর ঈদের বোনাস নতুন বেতন কাঠামোতেই দিতে হবে৷ তা না হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে বলে জানান, শ্রমিক নেতা আমিনুল হক৷

এ নিয়ে শনিবার মালিক, শ্রমিক ও সরকার পক্ষের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ শ্রম মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইস্রাফিল আলম এমপি বৈঠক শেষে জানান, নভেম্বরেই নতুন বেতন কার্যকর হবে৷ বোনাস সমস্যারও সমাধান হয়ে যাবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য