1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নর্থ রাইন ওয়েস্টফেলিয়ায় শুরু হচ্ছে গ্যাস অনুসন্ধান

২৯ জানুয়ারি ২০১১

জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সবচেয়ে বড় পরিচিতি কয়লা সমৃদ্ধ অঞ্চল হিসাবে৷ এই অঞ্চলে এবার খোঁজা হবে গ্যাস৷

https://p.dw.com/p/106ug
ফাইল ফটোছবি: picture-alliance/dpa

কয়লার খনির একটি আলাদা বৈশিষ্ট্য আছে৷ দুই ভাবে তোলা যায় কয়লা৷ এক, মাটির নীচে সুড়ঙ্গ তৈরি করে, যাকে বলা হয় শ্যাফটিং পদ্ধতি এবং অপরটি হলো উন্মুক্ত পদ্ধতি, যাকে বলা হয় ওপেন কাট পদ্ধতি অর্থাৎ মাটি কেটে কেটে কয়লা বের করা৷ জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যে এই দুই পদ্ধতিতেই কয়লা তোলা হচ্ছে৷ জার্মানির কয়লা উত্তোলনের ইতিহাস অনেক পুরানো৷ কিন্তু এখানে গ্যাস অনুসন্ধানের ইতিহাস খুব পুরানো নয়৷ কার্যত সেভাবে এখানে তেল গ্যাস অনুসন্ধান করাও হয়নি৷ এবার সেই কাজটিই করা হচ্ছে৷ আর এ জন্য কোটি কোটি ডলারের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছে মার্কিন কোম্পানি এক্সন-মোবিল৷

গত সোমবার এমনি এক সংবাদ প্রকাশ করলো স্থানীয় হান্ডেলসব্লাট নামের দৈনিক সংবাদপত্র৷ তাদের কাছে এক্সন-মোবিলের বোর্ড চেয়ারম্যান গ্যার্নট কাল্কওফেন জানালেন, আমরা এখানে তেল গ্যাস অনুসন্ধানে প্রচুর বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছি৷ তবে এ ক্ষেত্রে কেবল একা ঐ মার্কিন কোম্পানিটি আসছে না৷ সঙ্গে আছে অস্ট্রেলিয়া, ক্যানাডা এবং জার্মানির প্রতিষ্ঠান৷ কাল্কওফেন জানিয়েছেন, যদি প্রাথমিক অনুসন্ধানে গ্যাসের সন্ধান আমরা পাই, তাহলে এখানে বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হবে৷ বলে রাখা ভালো, মোট নয়টি কোম্পানি এ কাজ চালাবার জন্য দেন-দরবার করছে৷

জার্মানির এই রাজ্যে অন্তত ৭৪ দশমিক ২ ট্রিলিয়ন ঘন ফুট গ্যাস রয়েছে বলে আনুমানিক হিসাবে বলা হচ্ছে৷ প্রাথমিক অনুসন্ধানে যদি গ্যাস পাওয়া যায়, তাহলে ইউরোপের দ্বিতীয় গ্যাস সমৃদ্ধ অঞ্চল হবে এটি৷ নর্থ রাইন ওয়েস্টফেলিয়ার পাশে লোয়ার স্যাক্সনি রাজ্যে ইতিমধ্যেই গ্যাস অনুসন্ধান শুরু হয়ে গেছে৷ এর ফলে সেখানে প্রচুর কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে৷

খনি সমৃদ্ধ এই রাজ্যে গ্যাস পাওয়া গেলে তা পুরো জার্মানির চাহিদা মেটাতে পারে৷ কারণ, জার্মানি তার প্রয়োজনের গ্যাস সংগ্রহ করে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলি থেকে৷ আর এই গ্যাস আমদানির জন্য ফি বছর জার্মানিকে গুনতে হয় প্রচুর অর্থ ৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সঞ্জীব বর্মন