‘নাইন ইলেভেনের এক যুগ পূর্তি' | পাঠক ভাবনা | DW | 12.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নাইন ইলেভেনের এক যুগ পূর্তি'

এই শিরোনামের কথাটা মনে হলেই বারবার মনে পড়ে আফগানিস্তানের কথা৷ কী থেকে কী হয়ে গেল! একমাত্র ওসামা বিন লাদেনের জন্য বিশ্বের সকল মুসলমানদেরকে দোষী করা হয়েছে৷ আফগানিস্তানের মানুষের উপর চালানো হয়েছে নির্মম নির্যাতন৷

জানিনা আসলেই কে এই হামলা করেছিল, তবে যাই হোক না কেন অ্যামেরিকা এভাবে নিজেদের ক্ষমতা জাহির করবে এটা ঠিক নয়৷ তবে একথা বলা অনস্বীকার্য যে, যে বা যারা এই ন্যাক্ক্যারজনক হামলা করেছিল তারাও ঠিক করেনি৷ এত বড় একটা প্রতিষ্ঠান কীভাবে গুঁড়িয়ে দিল৷ হাজারো মানুষের প্রাণহানি, আর্থিক ক্ষতি ইত্যাদিও তো কম নয়৷ এই টুইন টাওয়ার হামলার ১২ বছর পূর্তিতে যখন মার্কিনীরা তাদের স্বজনদের স্মরণ করছেন, তখন মার্কিন প্রশাসন ব্যস্ত সিরিয়া ইস্যুতে সিদ্ধান্ত নিতে৷​ জানিনা সিরিয়ার পরিস্থিতি কী হবে, তবে অ্যামেরিকার এ ব্যাপারে সতর্ক থাকা উচিত৷ কোনো হঠকারিতায় না গিয়ে পরিস্থিতি বুঝে একটা ভাল সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো পক্ষেরই ক্ষতি না হয়৷​

যুক্তরাষ্ট্রের মানুষ এখনও আল-কায়েদা, গণবিধ্বংসী অস্ত্র এবং নিজেদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছে৷ অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুদ্ধে জড়িয়ে পড়ার কথা ভাবছেন৷

বারাক ওবামার সিদ্ধান্তের উপর নির্ভর করছে আগামী দিনে আমেরিকার অধিকাংশ বাবা-মা তাদের সন্তানকে কীভাবে রাখবেন৷ না জানি আবার আফগানিস্তানের যুদ্ধের জন্য প্রাণ দিতে হবে হাজারো সৈনিককে৷ ​

ইরাক-আফগানিস্তানের যুদ্ধের উপর ছবিঘরটি মর্মস্পর্শী৷ সব যুদ্ধের কাহিনিই সব মানুষকে যুদ্ধের পরের ছবি দেখিয়ে কাঁদায়৷ এই প্রতিবেদনটি সবাইকেই নাড়া দেবে বলে মনে করি৷ ভাল থাকবেন সবাই৷ আপনাদের সাথে আছি৷ এভাবেই লিখে পাঠিয়েছেন ই-মেলটি ঢাকা থেকে সোহেল রানা হৃদয়৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন