1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাটোরে হরতাল, দেশজুড়ে প্রতিবাদ বিএনপি-র

১০ অক্টোবর ২০১০

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ নূর বাবুকে হত্যার প্রতিবাদে রোববার নাটোরে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করছে বিএনপি৷ কেন্দ্রীয়ভাবে সারাদেশে পালন করা হচ্ছে প্রতিবাদ কর্মসূচি৷

https://p.dw.com/p/PaOr
বিএনপি নেতাকে হত্যার জের ধরে নাটোর সহিংসার আশঙ্কা (ফাইল ফটো)ছবি: AP

নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ও পৌর বিএনপি'র সভাপতি সানাউল্লাহ নূর বাবুকে মিছিলে হামলা চালিয়ে হত্যা করা হয় শুক্রবার৷ এর প্রতিবাদে নাটোরে ৩ দিনের শোক কর্মসূচি পালন চলছে শনিবার থেকে৷ রোববার পুরো নাটোর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি৷ হরতাল সফল করতে শনিবার রাত থেকেই নটোর বিএনপি ব্যাপক প্রস্তুতি নেয় ৷ জানাজা শেষে বের করে প্রতিবাদ মিছিল৷ হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপি কেন্দ্রীয়ভাবে আজ রোববার ছাড়া সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ৷ ঢাকায় বিক্ষাভ হবে মঙ্গলবার৷

বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার অভিযোগ করেছেন, সানউল্লাহ নূরের ওপর হামলার সময় পুলিশ ছিল নিষ্ক্রিয়৷ বিএনপিকে শেষ করে দেয়ার নীল নকশা অনুযায়ী তাঁকে হত্যা করা হয়েছে৷ সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করে দিতে চায়৷

অন্যদিকে আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সানাউল্লাহ নূরের হত্যাকারীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে৷ ওই ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে৷ ভিডিও ফুটেজ ধরে অপরাধীদের চিহ্নিত করা হচ্ছে৷ তিনি খন্দকার দেলোয়ারের অভিযোগের জবাবে বলেন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল৷ কাউকে নিশ্চিহ্ন করা আওয়ামী লীগের কাজ নয়৷

শনিবার বড়াইগ্রামে জানাজা শেষে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূরের দাফন সম্পন্ন হয়েছে৷ জানাজা শেষে হাজার হাজার শোকার্ত মানুষ প্রতিবাদ মিছিল বের করে অপরাধীদের শাস্তি দাবি করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়