1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নাদালকে হারিয়ে মায়ামির ফাইনালে রডিক

৩ এপ্রিল ২০১০

সনি এরিকসন ওপেনের ফাইনালে উঠে গেলেন মার্কিন টেনিস তারকা অ্যান্ডি রডিক৷ শুক্রবার সেমি-ফাইনালে স্পেনের রাফায়েল নাদালকে ৪-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে মায়ামির ফাইনালে স্থান করে নিলেন রডিক৷

https://p.dw.com/p/MmQd
মার্কিন টেনিস তারকা অ্যান্ডি রডিকছবি: AP

তবে শুক্রবার রডিকের কাছে হার মানলেও নাদাল বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তাঁর বর্তমান অবস্থান চারের ঘর থেকে ঠিকই তৃতীয় ঘরে উঠে যাচ্ছেন সোমবার৷ আর ২০০৪ সালে শিরোপা জয়ের পর এবারই প্রথম ফাইনালে ফিরে আসলেন রডিক৷ শুক্রবারের অপর সেমি-ফাইনালে চেক টেনিস তারকা থমাস বেরডিচ এবং সুইডিশ তারকা রবিন সডারলিং এর ফলাফলের উপর নির্ভর করছে কার সাথে ফাইনালে লড়তে হবে রডিককে৷

রবিবারের ফাইনালটি হবে চলতি মৌসুমে রডিকের চতুর্থ এটিপি ফাইনাল৷ ব্রিসবেনের জয় দিয়ে বছর শুরু করলেও সান জোসে এবং ইন্ডিয়ান ওয়েলসে পরপর দু'টি ফাইনালে হারতে হয়েছে রডিককে৷ ইন্ডিয়ান ওয়েলসে ইভান লুবিজিচের কাছে হারের পর পক্ষকালেরও কম সময়ের মধ্যেই আরেক ফাইনালে লড়তে যাচ্ছেন রডিক রবিবার৷ হতাশ নন রডিক৷ বললেন, ‘‘আজকে একটি ভালো দিন ছিল৷ আশা করি, রবিবারও একটি ভাল দিনই হবে৷''

এদিকে, মেয়েদের ফাইনালে ভেনাস উইলিয়ামস খেলবেন বেলজিয়ামের কিম ক্লিস্টার্সের বিপক্ষে৷ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে পাঁচ নম্বর খেলোয়াড় যুক্তরাষ্ট্রের ভেনাস সেমিফাইনালে মারিয়ঁ বার্তোলিকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন৷ বার্তোলি খুব একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি৷ ফলে অনেকটা অনায়াসে ৬-৩ ও ৬-৪ সেটে জয় পান ভেনাস৷ জেতার পর ভেনাস সাংবাদিকদের বলেন, ‘‘ফাইনালে উঠতে পেরে আমি খুশি৷ কিন্তু এটাই যথেষ্ট নয়৷ আমি শিরোপা জিততে চাই৷''

র‌্যাঙ্কিংয়ে ষোড়শ খেলোয়াড় কিম ক্লিস্টার্স ফাইনালে খেলতে যাচ্ছেন তাঁরই দেশের জাস্টিন হেনিনের বিপক্ষে জিতে৷ জমজমাট ম্যাচে ক্লিস্টার্স ৬-২, ৬-৭ ও ৭-৬ ব্যবধানে হারান হেনিনকে৷ জয়ের পর ক্লিস্টার্স বলেন, ‘‘জিতে ভালোই লাগছে৷ কিন্তু আনন্দে উদ্বেলিত হওয়ার কোনো অবকাশ নেই৷ কারণ টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, সামনেই ফাইনাল৷''

প্রতিবেদক: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়