1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নানা প্রশ্নচিহ্নের মুখে দিল্লির কমনওয়েলথ গেমস

২২ সেপ্টেম্বর ২০১০

পরিকাঠামোর ত্রুটি, জঙ্গি হামলার আশঙ্কা ও স্বাস্থ্য ইত্যাদির কারণে দিল্লির কমনওয়েলথ গেমসে যোগ দেয়া নিয়ে বিদেশি ক্রীড়া সংস্থাগুলির মনে দেখা দিয়েছে সংশয়৷

https://p.dw.com/p/PJSh
গেমসের এ্যাথলীট ভিলেজছবি: DW

যদিও কোন খামতি রাখা হবে না বলে জানিয়েছেন কমনওয়েলথ গেমসের আয়োজক কমিটি৷ সর্বাধিক গুরুত্ব পাবে নিরাপত্তার বিষয়টি৷

দিল্লির কমনওয়েলথ গেমস শুরু হতে আর মাত্র ১১দিন বাকি৷ কিন্তু পরিকাঠামোর অব্যবস্থা, জঙ্গি হামলার আশঙ্কা, প্রবল বৃষ্টি ও বন্যাজনিত কারণে মশাবাহিত রোগের প্রকোপ ইত্যাদির কারণে বিদেশি ক্রীড়া প্রতিনিধিরা ভারতে আসা নিয়ে দোনামনা করছেন৷ যদিও যোগ না দেবার কথা এপর্যন্ত কেউ সরকারিভাবে জানায়নি, দুচারজন অ্যাথলিট ছাড়া৷ গেমস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত দৃঢ়প্রত্যয়ের সঙ্গে আজ বলেন, এতবড় কর্মকান্ডে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, ঘাবড়াবার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে৷

কমনওয়েলথ গেমস যাতে নিরাপদে হয়, তার জন্য সরকার সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে নিরাপত্তার ওপর৷ দিল্লি পুলিশ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড কমান্ডোদের সাহায্য করতে পাশে থাকবে সেনাবাহিনী৷ মিলিটারি অপারেশন কন্ট্রোলরুমে থাকবেন একজন কর্নেল স্তরের অফিসার যাঁর দায়িত্ব হবে দিল্লি পুলিশ ও মিলিটারির মধ্যে সমন্বয় রাখা৷ ছয় হাজার সেনা মোতায়েন থাকবে৷ আকাশপথে নজরদারি বাড়াতে থাকবে সেনা হেলিকপ্টার৷ কমনওয়েলথ গেমস বানচাল করতে হালে জামে মসজিদে বন্দুকবাজদের হামলা, আরো জঙ্গি হানার হুমকি এসবের মোকাবিলা কীভাবে করা যায়, তারজন্য পুলিশ কর্তৃপক্ষ নানা জরুরি পরিকল্পনা হাতে নিয়েছে৷ এরইমধ্যে স্টিং অপারেশনে অস্ট্রেলিয়ার এক সাংবাদিক আপত্তিকর জিনিষপত্র নিয়ে স্টেডিয়ামে ঢুকতে পেরেছে, কেউ তাঁকে বাধা দেয়নি, বলে প্রচার মাধ্যমকে জানান তিনি৷ এই অভিযোগের জবাবে কেন্দ্রীয় পূর্তমন্ত্রী জয়পাল রেড্ডি বলেন, ঐ জায়গায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়নি৷ করা হবে কাল থেকে৷ তাই কেউ সেখানে ছিলনা৷ এটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে, পুরোটা বোগাস৷

দিল্লি পুলিশের মুখপাত্র ডয়চে ভেলেকে বলেন, নিরাপত্তা ব্যবস্থা ফুলপ্রুফ মাটিতে ও আকাশে৷ যে-কোন পরিস্থিতির মোকাবিলায় সক্ষম৷ দিল্লি পুলিশের ৮০ হাজার কর্মী এবং দেড় লক্ষ কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী গোটা দিল্লি শহরের আনাচে কানাচে থাকবে৷ দিল্লি কমনওয়েলথ গেমসের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের৷ বিদেশি ক্রীড়া প্রতিনিধিরা এতে পুরোপুরি সন্তুষ্ট, বলেন দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী