1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নামার মুখে ভেঙে পড়ল বিমান ত্রিপোলিতে, নিহত ১০৩

১২ মে ২০১০

ত্রিপোলি বিমানবন্দরে নামার মুখে ভেঙে পড়ল লিবিয়ার একটি যাত্রীবাহী বিমান৷ নিহত ১০৩ জন, লিবিয়ার দাবি, সন্ত্রাসী হামলা নয়, এটা দুর্ঘটনাই৷

https://p.dw.com/p/NLwa
ভেঙে পড়া সেই বিমানের লেজছবি: AP

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ত্রিপোলি আসছিল লিবিয়ার যাত্রীবাহী বিমানটি৷ আফ্রিকিয়া এয়ারওয়েজ-এর বিমানে ১১ জন বিমানকর্মী আর ৯৩ জন যাত্রী ছিলেন৷ ত্রিপোলি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার ঠিক মুখে ভেঙে পড়ে এয়ারবাস ৩৩০৷ আগুন ধরে যায় বিমানের দুটি বিচ্ছিন্ন অংশে৷ বিমানবন্দরের এক মুখপাত্রের বক্তব্য, একটি আট বছরের ডাচ বালক ছাড়া বিমানের আর সব যাত্রীই নিহত৷

Libyen Flugzeugabsturz
সেই অভিশপ্ত আফ্রিকিয়া এয়ারওয়েজ-এর বিমানের ধ্বংশাবশেষছবি: AP

বিমানটিতে বহু ডাচ নাগরিক সফর করছিলেন৷ সে খবর নিশ্চিত করেছে নেদারল্যান্ডস কর্তৃপক্ষ৷ তবে একটি ডাচ বালকের অলৌকিকভাবে রক্ষা পাওয়ার বিষয়ে কোন সুনিশ্চিত তথ্য দিতে ব্যর্থ নেদারল্যান্ডস সরকার৷ দ্য হেগ-এ ডাচ সরকারের পররাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র ক্রিস্তভ প্রোমার্সবার্গার জানান, ত্রিপোলির ডাচ দূতাবাসের প্রতিনিধি দুর্ঘটনার পর বিমানবন্দরে রয়েছেন৷ তবে, কোন জীবিত ডাচ বালকের খবর এখনও তাঁরা পান নি৷

দুর্ঘটনার নেপথ্যে কোন সন্ত্রাসী হামলা ছিল বলে মনে করছে না লিবিয়া সরকার৷ তবে, কীভাবে এই দুর্ঘটনা ঘট, সে বিষয়ে তাদের কাছে কোন খবর এখনও নেই৷ বলা হয়েছে, তদন্ত চলছে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়
সম্পাদনা: সঞ্জীব বর্মন