1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারীকে সহায়তা

৯ মার্চ ২০১৪

ঘরের কাজে নারীদের সবচেয়ে বেশি সহায়তা করেন নরওয়ের পুরুষরা৷ আর এদিক থেকে সবচেয়ে পিছিয়ে আছেন জাপানের পুরুষরা৷ সম্প্রতি প্রকাশিত এক জরিপ থেকে জানা গেছে এই তথ্য৷

https://p.dw.com/p/1BM95
Symbolbild Familenpolitik Familie mit 2 Kindern
ফাইল ফটোছবি: imago/imagebroker

মূলত ‘আনপেড ওয়ার্ক' বা সহজ করে ঘরের কাজে কারা কতটা সময় দেন তা নিয়ে জরিপটি পরিচালনা করে ইউরোপীয় অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংগঠন ওইসিডি৷ এতে দেখা যাচ্ছে, ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নারীরা ক্রমশ পুরুষের সঙ্গে থাকা দূরত্ব ঘুচিয়ে ফেলছেন৷

ওইসিডি-ভুক্ত ৩৪টি দেশের বিশ হাজারের মতো মানুষ এই জরিপে অংশ নিয়েছেন৷ সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘‘ঘরের কাজের ক্ষেত্রে নারী ও পুরুষের মধ্যে এখনো অনেক পার্থক্য রয়ে গেছে৷ পুরুষরা এ ক্ষেত্রে খুব ধীর গতিতে আগাচ্ছেন৷''

জরিপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে তুরস্কের নারীরা ঘরের কাজে সবচেয়ে বেশি সময় দেন৷ প্রতিদিন গড়ে ৩৭৭ মিনিটে ঘরের কাজ বা কেনাকাটায় খরচ করেন তুর্কি নারীরা৷ অন্যদিকে তাদের পুরুষ সঙ্গীরা এই কাজে খরচ করেন দিনে গড়ে ১১৬ মিনিট৷

অন্যদিকে, জাপানি পুরুষরা দিনে গড়ে ৬২ মিনিট সংসারের টুকটাক কাজের দিকে মনোযোগ দেন৷ আর নারীরা এ ক্ষেত্রে প্রতিদিন গড়ে ৩০০ মিনিট করে সময় দেন৷

তবে নরওয়ের পুরুষরা সবচেয়ে বেশি সহায়তা করলেও নারীদের তুলনায় তারা এখনো পিছিয়ে আছেন৷ সে দেশে একজন পুরুষ প্রতিদিন গড়ে ১৮০ মিনিট সংসারের কাজে সময় দেন৷ সে দেশের নারীরা এ ক্ষেত্রে সময় দেন ২১০ মিনিট৷

জরিপে আরো একটি বিষয় ফুটে উঠেছে৷ সেটা হচ্ছে, ইউরোপের উত্তরাঞ্চলের নারীরা অলস সময় কাটাতে বেশি ভালোবাসেন৷ বিশেষ করে নরওয়ের নারীরা প্রতিদিন গড়ে ৩৬৭ মিনিট আয়েশ এবং আনন্দ করে কাটান৷ ব্রিটেনের নারীরা এক্ষেত্রে প্রতিদিন ব্যয় করেন ৩৩৯ মিনিট৷

এআই/এসবি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য