1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী মডেল খুঁজতে বাংলাদেশে শুরু হচ্ছে অভিযান

১৮ ফেব্রুয়ারি ২০১১

বাংলাদেশে শুরু হচ্ছে নারী মডেল খুঁজে বের করার অভিযান৷ পেশা হিসেবে মডেলিং এখন দারুণ আকর্ষণীয় ও জনপ্রিয়৷ আর এই বিষয়টিকে সামনে রেখে সুন্দর মুখ আর স্মার্ট নতুন মডেল খোঁজার কর্মসূচি৷

https://p.dw.com/p/10JKw
মডেলিং একটি দারুণ পেশাছবি: AP

প্রতিভাবান নারী মডেল খুঁজতে যে আয়োজন, সেটির নাম ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১১'৷ টেলিভিশনে রিয়্যালিটি শো-এর মাধ্যমে খোঁজা হবে শীর্ষ নারী মডেল৷ সম্প্রতি চ্যানেল আই ভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ উপলক্ষে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, রেকিট বেনকাইজারের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল চৌধুরী ও মডেল নোবেল৷ তাঁরা জানিয়েছেন, শিগগিরই এই প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে৷

আয়োজকরা জানান, শুধুমাত্র তরুণীরা অংশ নিতে পারবেন এই প্রতিযোগিতায়৷ বাংলাদেশে নারী মডেল সৃষ্টির লক্ষ্যে এ ধরনের প্রতিযোগিতা এই প্রথম - দাবি তাদের৷ এই প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রাথমিকভাবে বিজয়ীরা মূলধারার মডেলিং প্রশিক্ষণের মাধ্যমে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে উত্তীর্ণ হবেন৷ প্রাথমিক বাছাইকৃতদের নিয়ে মডেলিংয়ের ওপর একটি ক্যাম্প অনুষ্ঠিত হবে৷ বিভিন্ন পর্যায়ে বাছাই শেষে সেরা ২০ জনকে নিয়ে হবে মূল প্রতিযোগিতা৷

যেসব তরুণী মডেলিংয়ের মাধ্যমে দেশে কিংবা আন্তর্জাতিকভাবে খ্যাতি অর্জন করতে চান, তাদের জন্য এই রিয়্যালিটি শো'কে একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে৷ এই প্রতিযোগিতায় বিজয়ী মডেল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন৷

আয়োজকরা জানিয়েছেন, এই রিয়্যালিটি শো'র বিচারক হিসেবে থাকবেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ ও রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী