1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নারী সাংবাদিক বাড়ছে, তবে বড় পদে নেই

২৭ ফেব্রুয়ারি ২০১০

ভারতের কমবয়সী মেয়েরা অধিক হারে সাংবাদিকতায় ঝুঁকছে, তবে এই ধারা শহর কেন্দ্রিক এবং সংবাদমাধ্যমগুলোর নীতিনির্ধারণী পর্যায়ে জায়গা হচ্ছে না তাদের৷ দেশটির শীর্ষ স্থানীয় নারী সাংবাদিকরা জানাচ্ছে এমন কথা৷

https://p.dw.com/p/ME6B
ফাইল ফটো

যদিও কোন নির্ভরযোগ্য সমীক্ষা নেই, তারপরও বলা যায় ভারতের অধিকাংশ ইংরেজি সংবাদপত্র এবং টেলিভিশনের পঞ্চাশ শতাংশের বেশি নারী সাংবাদিক৷ ভারতের জনপ্রিয় সংবাদপত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস'এর বরিষ্ঠ সম্পাদক পামেলা ফিলিপোস এই প্রসঙ্গে জানান, সাংবাদিকতায় নারীদের আধিক্য বাড়ার একটি ধারা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা শুধু নিচের দিকের অবস্থানে৷

সংবাদসংস্থা আইপিএস জানাচ্ছে, ভারতের কোন শীর্ষ স্থানীয় দৈনিকের প্রধান সম্পাদক পদে নারী নেই৷ বিষয়টির সঙ্গে একমত ভারতের জনপ্রিয় দৈনিক ‘দ্য হিন্দু'র প্রধান প্রতিবেদক কল্পনা শর্মা৷ তিনি বলেন, পত্রিকার মালিকরা নারী সাংবাদিকদের চেয়ে পুরুষদের সঙ্গে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে৷ তবে শর্মার মতে, পরিস্থিতি বদলাচ্ছে৷ আগে নারী সাংবাদিকরা সামাজিকতায় তেমন একটা জড়াতেন না৷ কিন্তু হালের মেয়ে সাংবাদিকরা জানে, কীভাবে পুরুষের মতো কার্যসিদ্ধি করতে হয়৷

এদিকে, বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের নারী সাংবাদিকদের উপর চালানো এক সমীক্ষা বলছে, পৃথিবীর এই অংশের সংবাদ সংস্থাগুলোর মানব সম্পদ নীতি এবং চর্চা সম্পর্কে তথ্য পাওয়া খুবই কঠিন৷ মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ‘ওম্যানস মিডিয়া ফাউন্ডশন'এর এই সমীক্ষার ফলাফল এবছরের শেষ নাগাদ প্রকাশ করা হবে৷

সাংবাদিক ফিলিপোসও অবশ্য জানালেন, অপেক্ষাকৃত ছোট শহর এবং মফস্বলে নারী সাংবাদিকদের কাজের পরিবেশ বেশ জটিল৷ আর তাই সেখানে নারীরা কম গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়েই সাংবাদিকতা করেন৷

তবে শর্মা এবং ফিলিপোস দু'জনেই একমত যে, শহরাঞ্চলের নারী সাংবাদিকরা একটি ভালো প্রতিবেদনের জন্য খানিকটা বেশী খাটতে প্রস্তুত৷ এবং এদের অনেকেই নিজস্ব সততা, মেধা আর গ্রহণযোগ্যতা দিয়ে অবস্থান তৈরি করে নিচ্ছে৷ আর তাই এই ধারা চললে ভবিষ্যতে বড় পদে দেখা যাবে তাদের৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন