1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুসলমানদের জন্য স্বস্তি

১৭ এপ্রিল ২০১৪

মুসলমানদের ওপর গোয়েন্দাগিরির কার্যক্রম বন্ধ করেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের পুলিশ৷ তুমুল সমালোচনার মুখে বিতর্কিত এ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়ায়, নিউ ইয়র্ক পুলিশকে এখন সাধুবাদ জানাচ্ছেন মানবাধিকার কর্মীরা৷

https://p.dw.com/p/1BjhR
Schweiz Burkaverbot
ছবি: imago/Geisser

তবে শুধু ধর্ম পরিচয়ের কারণে একটি জনগোষ্ঠীর ওপর গোয়েন্দাগিরির কার্যক্রম আপাতত বন্ধ করা হলেও কারো কারো মন থেকে এখনো শঙ্কার মেঘ বিলীন হয়নি৷ নিউ ইয়র্ক সিভিল লিবার্টিজ ইউনিয়নের নির্বাহী পরিচালক ডোনা লিবারম্যান বলেছেন, ‘‘আশা করি, নিউ ইয়র্ক পুলিশ (এনওয়াইপিডি) তাদের অন্যান্য বিভাগের মাধ্যমে ডেমোগ্রাফিক ইউনিটের এ বৈষম্যমূলক কর্মসূচি চালিয়ে যাবে না৷''

নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয় যে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পুলিশ বাহিনী এনওয়াইপিডি-র কমিশনার হিসেবে উইলিয়াম ব্র্যাটন যোগ দেয়ার পর থেকে বিতর্কিত কার্যক্রমটি বন্ধ রয়েছে

২০০১ সালের ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলা চালানোর পর থেকেই মূলত ওই শহরের মুসলমানদের ওপর গোয়েন্দাগিরি শুরু করে নিউই য়র্ক পুলিশ৷ ইসলামি জঙ্গি সংগঠন আল-কায়েদার চালানো সেই হামলায় টুইন টাওয়ার ধ্বংস হয়ে যায়, মারা যায় প্রায় তিন হাজার মানুষ৷ আর তারপর থেকেই ডেমোগ্রাফিকস ইউনিটের মাধ্যমে মুসলমানদের ওপর নজর রাখছিল নিউ ইয়র্কের পুলিশ৷

নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত জানুয়ারি থেকে ডেমোগ্রাফিক ইউনিট (নতুন নাম জোন অ্যাসেসমেন্ট ইউনিট ) একরকম নিষ্ক্রিয় রয়েছে৷ ইউনিটের বেশির ভাগ কর্মীকে এনওয়াইপিডি-র অন্যান্য বিভাগে সরিয়ে নেয়া হয়েছে৷ নিউ ইয়র্কের নতুন মেয়র বিল ডি ব্লাসিও এনওয়াইপিডি-র এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন৷ জানুয়ারিতেই গত ২০ বছরের মধ্যে প্রথম ডেমোক্র্যাট হিসেবে নিউ ইয়র্কের মেয়র হয়েছেন বিল ডি ব্লাসিও৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য