1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিকোটিনের ওপর নির্ভরতা কমায় কাজের চাপ

৫ মে ২০১০

নতুন এক গবেষণায় জানা গেছে, কাজের চাপ নিকোটিনের ওপর ধূমপায়ীদের আসক্তি কমাতে সাহায্য করে৷

https://p.dw.com/p/NEfH
আজকাল বাজারে পাওয়া যাচ্ছে ধোঁয়াহীন ইলেক্ট্রনিক সিগারেটওছবি: picture-alliance/dpa

জার্মানির কোলন বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই গবেষণাটি চালান ১৯৭ জন কর্মজীবী ধূমপায়ী মানুষের ওপর৷ এই গবেষণাটি পরিচালনা করেন আনা৷ বায়োমেড সেন্ট্রাল নামের প্রতিষ্ঠানের ‘‘টোব্যাকো ইনডিউসড ডিজিজেজ'' জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণার ফল৷ এতে দেখা যাচ্ছে, কাজের জায়গায় চাপের মুখে থাকা কর্মীদের ধূমপানের সম্ভাবনা অপেক্ষাকৃত কম৷ ফলে নিকোটিনের ওপর তাদের নির্ভরতাও কম৷ চাপ না থাকলে তারা হয়ত আরো বেশি ধূমপান করতেন৷

ধূমপায়ীদের নিকোটিন আসক্তি পরীক্ষার আর্ন্তজাতিকভাবে স্বীকৃত যে পদ্ধতি চালু আছে তা ফ্রাগারস্ট্রোয়েম টেস্ট নামে পরিচিত৷ আর এই পদ্ধতিই ব্যবহার করা হয়েছে কোলন বিশ্ববিদ্যালয়ের গবেষণায়৷

তাছাড়া কাজের লম্বা সময় ও কর্মক্ষেত্রে ধুমপানের কড়া নিয়মও এই তামাক নির্ভরশীলতা কমাতে সহায়তা করে৷ আনা শ্মিট জানান, অতিরিক্ত কাজের চাপ থাকলে কর্মজীবী মানুষ ধূমপান করে তার অবসর সময়ে৷

এই গবেষণায় নিকোটিন নির্ভরতা কমার আরও কিছু কারণ খুঁজে বার করা হয়েছে৷ যেমন ধার্মিক হলে, বিবাহিত হলে, উচ্চতর শিক্ষা থাকলে নিকোটিনের ওপর নির্ভরতা রোধ করার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য প্রভাব পড়ে বলেও তাঁরা মনে করেন৷

প্রতিবেদন : আসফারা হক

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক