1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিখোঁজ বিমানের প্রথম নির্ভরযোগ্য তথ্য

২০ মার্চ ২০১৪

মালয়েশিয়ার বিমানটি নিখোঁজ হওয়ার ১২ দিন পর ভারত মহাসাগরের দক্ষিণে ভেসে উঠেছে দুটি বস্তু৷ এগুলো বিমানটির ধ্বংসাবশেষ বলেই মনে করছে অস্ট্রেলিয়া৷ নিশ্চিত হওয়ার জন্য তারা এরই মধ্যে একটি জাহাজ পাঠিয়েছে৷

https://p.dw.com/p/1BT3r
উপগ্রহ থেকে পাওয়া ছবিছবি: Reuters/Australian Maritime Safety Authority

বৃহস্পতিবার সকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট পার্লামেন্টে প্রথম এই খবরটি প্রকাশ করেন৷ সেখানে তিনি জানান, উপগ্রহ থেকে পাওয়া ছবি থেকে এই নতুন এবং বিশ্বাসযোগ্য তথ্য পাওয়া গেছে৷ তবে এটা আসলেই ফ্লাইট এমএইচ-৩৭০ বিমানের ধ্বংসাবশেষ কিনা সে সম্পর্কে এখনো তারা নিশ্চিত হতে পারেননি৷

অ্যাবট জানান, স্যাটেলাইট থেকে পাওয়া ছবিগুলো বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেখানে দুটি বস্তু দেখা যাচ্ছে৷ বস্তু দুটি কী তা নিশ্চিত হতে হলে সেখানে অভিযান চালাতে হবে৷ পার্থ শহরের আড়াই হাজার কিলোমিটার দক্ষিণ পশ্চিম থেকে পথ পাল্টে চারটি দূর পাল্লার বিমান এখন দক্ষিণ ভারত মহাসাগরের দিকে রওনা হয়েছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী৷

অস্ট্রেলিয়ার মেরিটাইম সেফটি অথরিটি বা এএমএসএ-এর কর্মকর্তা জন ইয়াং জানিয়েছেন, ‘‘বড় বস্তুটির দৈর্ঘ্য অন্তত ২৪ মিটার৷ অন্যটি এর চেয়ে সামান্য ছোট৷ আমার কাছে মনে হচ্ছে একটি এমন একটি আকার যা বিমানের হতে পারে এবং হয়ত কখনো কখনো এটির কোন একটি অংশ ভেসে উঠছে৷ কিন্তু নিশ্চিত হতে হলে সেখানে যাওয়া ছাড়া কোন বিকল্প নেই৷'' মার্চেন্ট শিপ এরই মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যাওয়ার কথা৷ তবে অস্ট্রেলিয়ার উদ্ধারকারী জাহাজ এইচএমএএস-র পৌঁছাতে আরো কয়েক দিন সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ৷

এদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষা ও যোগাযোগ মন্ত্রী হিশামুদ্দীন হুসেইন জানিয়েছেন, এই তথ্যে তাঁরা আশার আলো দেখতে পাচ্ছেন৷ বিমানের আরোহীদের স্বজনরাও ভাবছেন প্রিয়জনদের খুঁজে পাবেন তারা৷

২৩৯ জন আরোহী নিয়ে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ উড়ালের বিমানটি নিখোঁজ হয় ৮ই মার্চ ভোরের দিকে৷ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি হারিয়ে যাওয়ার কারণ এখনো জানা যায়নি৷ বিমানটিকে খুঁজে বের করতে চিরুনি অভিযান চলছে৷ ২৬টি দেশ স্থল, নৌ ও আকাশপথে এ অভিযান চালাচ্ছে৷

এপিবি/এসবি (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য