1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজেই ‘স্টান্ট’ করে দেখালেন কারিনা

২৩ জুন ২০১০

অক্ষয় কুমার, অজয় দেবগনরা তা হরহামেশাই করেন, স্টান্টম্যান না নিয়ে অভিনয়৷ তাদের সাহস আছে, মানতেই হয়৷ তবে সাহস যে শুধু অভিনেতাদের একচেটিয়া নয়, তাই বুঝিয়ে দিয়েছেন কারিনা৷

https://p.dw.com/p/O0xq
শুধু সৌন্দর্য নয়, দুঃসাহসও রয়েছে কারিনারছবি: AP

কাপুর পরিবারের এ কন্যা একটি চলচ্চিত্রে স্টান্টম্যান ছাড়াই অভিনয়ের দুঃসাহস দেখিয়েছেন৷

‘গোলমাল' হিট হওয়ার পর বানানো হয় ‘গোলমাল রিটার্নস'৷ তাও হিট৷ এবার এই সিকু্য়েলের তিন নম্বর ছবিটি বানাতে চলেছেন রোহিত শেঠী৷ নাম ‘গোলমাল থ্রি'৷ আর তার একটি স্টান্ট দৃশ্যে নিজেই অভিনয় করলেন কারিনা৷ একে কী স্টান্টম্যান বলা ঠিক হবে, না কি স্টান্ট উইম্যান৷

ওই দৃশ্য দিয়েই ছবিতে কারিনার আগমন৷ সেখানে কারিনাকে দেখা যাবে চলন্ত একটি গাড়ির বনেটে দাঁড়িয়ে আছেন৷ এর চলচ্চিত্রায়নে স্টান্টম্যান নিতে চেয়েছিলেন রোহিত৷ কিন্তু বেঁকে বসলেন কারিনা, তিনি নিজেই করবেন৷ ভয়ে ভয়ে সায় দিতে হলো রোহিতকেও৷ ভয়টা এ কারণেই যে, নায়িকার হাত-পা ভাঙলে তো আবার ছবির মুক্তিই পিছিয়ে যাবে৷ তবে শেষ পর্যন্ত উৎরে গেলেন কাপুরকন্যা৷

শুটিংয়ের সময় ছিলেন, এমন একজন বললেন, চলন্ত গাড়ির ওপর দাঁড়িয়ে থাকা, আবার গল্পের প্রয়োজনে একইসঙ্গে চোখমুখে অন্য ভাব আনতে হয়েছ কারিনাকে৷ তিনি ভালোই করেছেন৷ নায়িকা বলে কথা, তাই গাড়ির স্টিয়ারিং অন্য কারো হাতে দিতে ভরসা পাননি পরিচালক রোহিত৷ নিজেই চালিয়েছেন গাড়ি৷

দৃশ্যটি নেওয়ার পর কারিনা তো রীতিমতো উচ্ছ্বসিত৷ তিনি বলেন, রোহিত যখন এ দৃশ্যের কথা শুনিয়েছিলো, তখনই আমি ঠিক করেছিলাম, এই দৃশ্যে নিজেই অভিনয় করবো৷ এটা এক রোমাঞ্চকর মুহূর্ত৷

কারিনা তো সাহস দেখালেন, এখন আর কে এভাবে সাহস দেখাতে এগিয়ে আসেন তাই দেখার অপেক্ষায় থাকতে হবে৷ এদিকে অন্য ধরনের এক সাহস দেখাতে অনেকদিন ধরেই নানাজন ফুসলাচ্ছিলো আমির খানকে৷ বিষয়টা কী? তা হলো, আইপিএলে একটি দল কেনা৷

শাহরুখ খান, প্রীতি জিন্তা, শিল্পা শেঠী- এরা তো বিভিন্ন দলের মালিক বনে আছেন৷ আমিরও ক্রিকেট ভালোবাসেন৷ তাই কেউ কেউ উস্কাচ্ছিলেন, শাহরুখের যখন কলকাতা নাইট রাইডার্স আছে, তেমনি আমিরের কিছু না থাকলে আমিরি কি থাকে? তবে তাতে গলানো গেলো না আমিরকে৷ তার সাফ জবাব, ‘ক্রিকেট আমি ভালোবাসি, এটা সত্য৷ খেলতেও ভালো লাগে, তা দেখতেও৷ তবে কোনো দলের মালিক হওয়া,,,,,ওরে বাবা, সে দায়িত্ব নেওয়ার অবস্থা নেই৷ আমার প্রথম কাজ অভিনয়, তা বাদ দিয়ে অন্য কিছুতে জড়াতে পারবো না৷'

আমিরের এই না-তে হতাশ হতে হলো তাদের, যারা অভিনয়ের পাশাপাশি ক্রিকেটেও মুখোমুখি করতে চেয়েছিলো বলিউডের দুই খানকে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক