1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পুলিশ

২১ এপ্রিল ২০১০

বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় আজ পুরানো ঢাকায় পুলিশ কমর্কর্তা খুন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির এর প্রধান সমন্বয়ককে আটক এবং জাতীয় সংসদে ভোলা আসনের নির্বাচনের খবরকেই গুরুত্ব দেয়া হয়েছে৷

https://p.dw.com/p/N1YD
পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে৷ বাড়ছে হতাহতের ঘটনাছবি: AP

কালের কন্ঠের পরিসংখ্যাণ ভিত্তিক এক সংবাদে জানানো হলো, জনগণের নিরাপত্তার ভার যে পুলিশের ওপর তারাই এখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত৷ পুলিশের ওপর হামলার ঘটনা বাড়ছে৷ বাড়ছে হতাহতের ঘটনা৷ ১০ বছরে সন্ত্রাসীদের হাতে খুন হয়েছেন শতাধিক পুলিশ সদস্য৷ পুলিশ খুনের ঘটনাগুলোর অধিকাংশ ক্ষেত্রেই মূল আসামিরা ধরা পড়েনি৷ অন্য সাধারণ মামলার মতোই চলেছে প্রলম্বিত তদন্ত ও বিচারকাজ৷

বাংলাদেশে ধান কাটা শুরু হয়েছে

ধান কাটার সময় এখনই নয়৷ তবুও ফি বছর ব্যতিক্রম হয়৷ এবারো হয়েছে৷ এ সংক্রান্ত এক সংবাদ রয়েছে দৈনিক ইত্তেফাকে৷ সেখানে বলা হয়েছে, শুরু হয়েছে আগাম জাতের বোরো ধান কাটা৷ এবার ফলনও হয়েছে আশাতীত৷ কৃষকের চোখে-মুখে সাফল্যের হাসি৷ অপরদিকে, সংবাদ জানিয়েছে, কৃষকের কাছ থেকে ২৫ টাকা কেজি দরে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার৷ আর ধান কিনলে তার দাম দেয়া হবে কেজিপ্রতি ১৭ টাকা৷

Bangladesch Bauer auf der Landstraße
ছবি: AP

সমস্যার মধ্যে জনশক্তি রপ্তানি খাত

বাংলাদেশের ৭০ লাখ প্রবাসী বাংলাদেশির মধ্যে ৪০ লাখই থাকেন মধ্যপ্রাচ্যে৷ প্রথম আলো এ বিষয়ে বিশেষ প্রতিবেদনে বলা হচ্ছে, মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি আশঙ্কাজনক হারে কমেছে৷ গত ১৫ মাসে বর্তমান সরকারের বিরুদ্ধে একটি মহল দেশে-বিদেশে এক ধরনের নেতিবাচক প্রচার চালাচ্ছে৷ ফলে বিরূপ প্রভাব পড়ছে মধ্যপ্রাচ্যে৷ সংকট উত্তরণে করণীয় এবং কারণ উদঘাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংশ্লিষ্ট দেশের দূতাবাসগুলোতে চিঠি পাঠিয়েছে৷

দরপত্র ছাড়াই বিদ্যুৎ ক্রয়

সমকালসহ বেশ কয়েকটি পত্রিকার সংবাদে বলা হয়েছে, বিদ্যুৎ সংকট উত্তরণে দরপত্র ছাড়াই বিদ্যুৎ কিনবে সরকার৷ এ জন্য ক্রয়নীতি শিথিল করা হয়েছে৷ এই সুবিধা দিয়ে গতকাল ব্রিটিশ কোম্পানির সঙ্গে দুটি খসড়া চুক্তি করা হয়েছে৷ এ চুক্তির মাধ্যমে আগামী জুলাই মাসের মধ্যে জাতীয় গ্রিডে নতুন ২০০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে বলে আশা করা হচ্ছে৷

গ্রন্থনা: সাগর সরওয়ার

সম্পাদনা: রিয়াজুল ইসলাম