1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিজের অর্ধেক সম্পদ দানে শীর্ষ ধনকুবের স্লিমের অসম্মতি

৮ আগস্ট ২০১০

বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় শীর্ষ ধনকুবের তাঁদের অর্ধেক সম্পদ মানবসেবায় দান করতে চাইলেও তাতে রাজি নন শীর্ষ ধনকুবের কার্লোস স্লিম৷ এত বিশাল অঙ্কের সম্পদ দান করার পর সেগুলোর যথার্থ ব্যবহার হবে কি না এমন প্রশ্ন তোলেন স্লিম৷

https://p.dw.com/p/Of3N
Carlos Slim, Mexican telecommunications, billionaire, শীর্ষ ধনকুবের, কার্লোস, স্লিম, মাইক্রোসফট প্রতিষ্ঠাতা, বিল গেইটস, পুঁজিপতি, ওয়ারেন বাফেট
শীর্ষ ধনকুবের কার্লোস স্লিমছবি: AP

ফোর্বস ম্যাগাজিনের বিবেচনায়, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনি ব্যক্তিটি হলেন কার্লোস স্লিম৷ তিনি পেশায় একজন প্রকৌশলী৷ মেক্সিকোর টেলি যোগাযোগ খাতের অগ্রনায়ক হিসেবে পরিচিত স্লিম৷ মেক্সিকোর সমাজে স্বাস্থ্য এবং প্রযুক্তি খাতে কল্যাণকর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য বেশ সুনাম রয়েছে ৭০ বছর বয়সি স্লিমের৷ আর ধনসম্পদের বিবেচনায় তাঁর পরেই স্থান রয়েছে মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেইটস এবং পুঁজিপতি ওয়ারেন বাফেটের৷

সম্প্রতি গেইটস এবং বাফেটসহ চল্লিশজন ধনকুবের ঘোষণা দেন তাঁদের সম্পদের অর্ধেক দান করবেন বিশ্বের গরিব-দুঃখী মানুষের সেবায়৷ এসব উদার এবং জনহিতৈষী ধনকুবেরদের মধ্যে রয়েছেন ওরাকল'এর প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ, চলচ্চিত্র পরিচালক জর্জ লুকাস এবং সিএনএন-এর প্রতিষ্ঠাতা টেড টার্নার৷ কিন্তু বেঁকে বসেছেন শীর্ষ ধনকুবের স্লিম৷

পুয়ের্টো রিকোতে প্রকৌশলীদের একটি সম্মেলনে যোগ দিতে গিয়ে স্লিম বললেন, এভাবে অর্ধেক সম্পদ দান করাটা ‘নিরর্থক এবং হাস্যকর'৷ মেক্সিকান পত্রিকা ‘লা জর্নাডা' প্রকাশ করেছে এই খবর৷ স্লিমের যুক্তি, ‘‘কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে, এসব দানের অর্থ যাদের কাছে যাবে তারা তা সঠিক কাজে লাগাবে৷'' তিনি বলেন, ‘‘এই অর্থ বরং সামাজিক কল্যাণকর প্রকল্পসমূহের জন্য ঋণ হিসেবে দিতে হবে এবং নির্দিষ্ট দক্ষ ব্যক্তিবর্গকে সেসব প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: ফাহমিদা সুলতানা