1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ ক্রিস্টিয়ান ভুল্ফ

৩০ জুন ২০১০

জার্মানির নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্যায়ে ক্ষমতাসীন জোটের প্রার্থী লোয়ার স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিশিষ্ট খ্রিষ্টীয় গণতান্ত্রিক ক্রিস্টিয়ান ভুল্ফ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছেন৷

https://p.dw.com/p/O6vu
স্ত্রী ও মেয়ের সঙ্গে ক্রিস্টিয়ান ভুল্ফছবি: picture alliance / dpa

ফলে, চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের নেতৃত্বাধীন জোট সরকারের প্রত্যাশা তাৎক্ষণিকভাবে পূরণ হল না৷

ভুল্ফ পেয়েছেন ৬০০ ভোট৷ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬২৩ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী সামাজিক গণতন্ত্রী দল ও সবুজ দলের প্রার্থী ইওয়াখিম গাউক পেয়েছেন ৪৯৯ টি ভোট৷ বামপন্থী দলের প্রার্থী লুক ইওখিনজেন পেয়েছেন ১২৬ টি ভোট৷ যার অর্থ ভোটাভুটি হবে আবার৷

প্রথন পর্বের এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে যে, সরকারি জোটের নির্বাচকদেক মধ্যেই কেউ কেউ তাদের মনোনীত প্রার্থীকে ভোট দেননি৷ খ্রিষ্টীয় ইউনিয়ন এবং উদারপন্থী এফডিপি দলের ভোটসংখ্যা ছিল ৬৪৪৷ কিন্তু সবার ভোট ভুল্ফের পক্ষে পড়ানি৷

জার্মানির স্থানীয় সময় দুপুর ৩:১৫ মিনিটে দ্বিতীয় পর্বের ভোট গ্রহণ শুরু হবে৷ এই পর্বেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জরুরি৷ কোন প্রার্থীই যদি তা না পান, তাহলে তৃতীয় পর্যায়ে ভোট হবে এবং তখন সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকেউ জয়ী বলে ঘোষণা করা হবে৷

গত ৩১শে মে প্রেসিডেন্ট হর্স্ট ক্যোয়েলার তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই আকস্মিকভাবে পদত্যাগ করেন৷

প্রতিবেদন: আবদুল্লাহ আল-ফারূক

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান