1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনের পর সরে দাঁড়াবেন মুবারক

২ ফেব্রুয়ারি ২০১১

টানা আটদিনের গণবিক্ষোভের প্রেক্ষিতে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের ঘোষণা, আসন্ন নির্বাচনে অংশ নেবেন না তিনি৷ বিক্ষোভকারীরা সন্তুষ্ট নন এই ঘোষণায়৷ তাদের দাবি, যথাশীঘ্র পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকে৷

https://p.dw.com/p/108np
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন হোসনি মুবারকছবি: AP

হোসনি মুবারকের ভাষণ

দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকা মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক মঙ্গলবার জানান, ক্ষমতায় থেকে সাংবিধানিক সংস্কার করতে চান তিনি৷ তবে, মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতা ছাড়তে রাজি নন ৮২ বছর বয়সি এই নেতা৷ তিনি বলেন, আমার প্রথম অগ্রাধিকার হচ্ছে দেশে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনা, শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করা এবং আসন্ন নির্বাচনে মিশরের জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া৷ মুবারক নিজের দেশত্যাগের সম্ভাবনাও নাকচ করে দিয়ছেন৷ তিনি বলেন, এটা আমার দেশ৷ এখানেই আমি বাস করেছি, এই দেশের জন্য আমি যুদ্ধ করেছি এবং দেশকে রক্ষা করেছি৷ আমি এই দেশের মাটিতেই মরতে চাই৷

Flash-Galerie Ägypten Kairo Proteste
কায়রোতে মঙ্গলবার কয়েক লাখ বিক্ষোভকালী জড়ো হনছবি: picture-alliance/dpa

বিক্ষোভরতদের প্রতিক্রিয়া

বিক্ষোভকারীদের দাবি একটাই, শুক্রবারের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে মুবারককে৷ বিশেষ করে তিনি যখন টেলিভশনে ভাষণ দিচ্ছিলেন, তখনও কায়রোর তাহরির চত্ত্বরে অবস্থানরত বিক্ষোভকারীরা তাঁর পদত্যাগ চাইছিলেন৷ ৩৫ বছর বয়সি বিক্ষোভকারী আহমেদ খলিফার মন্তব্য, শুক্রবার পর্যন্ত যদি মিশরীয়রা রাস্তায় থাকে, তাহলে সম্ভবত মুবারক ক্ষমতা ছাড়ার কথাই বলবেন৷ তবে, এই ভাষণের পর বিক্ষোভকারীদের মধ্যে দ্বিধাবিভক্তি তৈরি হচ্ছে বলে জানিয়েছে বিবিসি৷ বিশেষ করে, প্রতিবাদকারীদের একাংশ মনে করছে, মুবারকের বর্তমান প্রস্তাব বেশ যুতশই৷ নোবেল জয়ী বিরোধী নেতা এল বারাদাই অবশ্য মুবারকের ভাষণকে ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন৷ তিনি, মুবারককে এখনই পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন৷

Ägypten Proteste in Kairo Demonstranten Plakat Flash-Galerie
বিক্ষোভকারীদের দাবি একটাই, সরে দাঁড়াও মুবারকছবি: AP

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, মিশরে ক্ষমতার পালাবদলের প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত৷ এই প্রক্রিয়া চলাকালে মার্কিন যুক্তরাষ্ট্র সেদেশকে সহায়তা করতে প্রস্তুত৷ এই বিষয়ে মঙ্গলবার মুবারকের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন ওবামা৷ তবে, মুবারককে এখনই পদত্যাগের কোন ইঙ্গিত দেননি মার্কিন প্রেসিডেন্ট৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য