1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিলামে উঠলো ইরানি প্রেসিডেন্টের গাড়ি

৩ জানুয়ারি ২০১১

অনাড়ম্বর জীবন যাপনের জন্য পরিচিত ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ৷ সেই প্রেসিডেন্টের পুরনো একটি গাড়ির জন্য দাম হাঁকা হয়েছে এক মিলিয়ন ডলার৷

https://p.dw.com/p/zslV
মাহমুদ আহমাদিনেজাদছবি: AP

ইরানের পঙ্গু এবং অস্বচ্ছল মানুষগুলো যাতে মাথার ওপর ছাদ পায় সেজন্য সম্প্রতি ব্যক্তিগতভাবে এক উদ্যোগ নিয়েছেন আহমাদিনেজাদ৷ এজন্য তাঁর ৩৩ বছরের পুরনো একটি গাড়ি নিলামে তুলতে যাচ্ছেন তিনি৷ সাদা রংয়ের এই পোজোঁ সেডান গাড়িটি ইতিমধ্যেই বেশ নজর কেড়েছে আগ্রহীদের৷ আগামী ফেব্রুয়ারিতে আবাদান বন্দর এলাকায় গাড়িটি নিলামে তোলা হবে, তবে তার আগেই অনলাইনে দাম হাঁকা শুরু হয়ে গেছে৷ ইরানের সংবাদ মাধ্যমগুলোর খবর, শনিবার থেকে এখন পর্যন্ত অনেক ব্যক্তি গাড়িটি পেতে আগ্রহ দেখিয়েছেন৷ এর মধ্যে সর্বোচ্চ এক মিলিয়ন ডলার পর্যন্ত দাম দিতে রাজি হয়েছেন একজন৷

ইরানের সমাজ কল্যাণ সংগঠনের প্রধান আহমাদ এসফানদিয়ারি জানিয়েছেন, যে এক মিলিয়ন দর হাঁকা ব্যক্তিটি মধ্যপ্রাচ্যের একটি দেশের নাগরিক৷ তিনি তাঁর ব্যক্তিগত গাড়ি সংগ্রহে রাখতে প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ব্যবহৃত গাড়িটি পেতে চান৷ তবে এই ব্যাপারে বিস্তারিত এখনই জানানো হচ্ছে না৷ এছাড়া জানুয়ারি মাসের শেষ পর্যন্ত অনলাইনে দর হাঁকা যাবে৷ সুতরাং গাড়ির দর যে আরও অনেক বাড়বে সেটা বোঝা যাচ্ছে৷ জানা গেছে, নিলাম থেকে প্রাপ্ত অর্থ মাহমুদ আহমাদিনেজাদ আবাসন নির্মাণ প্রকল্পে কাজে লাগাবেন৷ দুঃস্থ ও শারীরিক অক্ষমতার শিকার মানুষদের জন্য এই আবাসন তৈরি করা হবে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক