1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধাজ্ঞার পাল্টা জবাব ইরানের

২১ জুন ২০১০

চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপিত হলো, তবে তাতে যে ইরান থোড়াই কেয়ার করে না তা বুঝিয়ে দিলো মধ্যপ্রাচ্যের দেশটি৷ ইরানের পরমাণু স্থাপনায় পরিদর্শন চালানোর জন্য জাতিসংঘ একটি দল পাঠাচ্ছে৷

https://p.dw.com/p/NzMe
এখনো নতি স্বীকার করতে প্রস্তুত নন আহমেদিনেজাদছবি: ISNA

তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, ওই দলের দুজনকে তারা ভিসা দেবে না৷

ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ দীর্ঘদিনের৷ তারা বলছে, ইরান ভেতরে ভেতরে পরমাণু বোমা তৈরির কাজ চালাচ্ছে৷ যদিও ইরান বলে আসছে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণ৷ এর ধারাবাহিকতায় গত ৯ জুন সর্বশেষ দফা নিষেধাজ্ঞার কবলে পড়ে ইরান৷

পশ্চিমের দেশগুলির সঙ্গে চলমান এই রেশারেশির মধ্যেই সোমবার ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহী বলেন, ‘‘জাতিসংঘ প্রতিনিধি দলের দুজন আমাদের কাছে অপাংক্তেয়৷ কারণ তারা ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে ভুয়া প্রতিবেদন দিয়েছিলেন৷ আর আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগেই তারা তথ্য ফাঁস করেছিলো৷''

ইরানের সংবাদ সংস্থা ইসনা এ তথ্য জানালেও কাকে কাকে ইরান ব্রাত্য করেছে, তা প্রকাশ করেনি৷ আর ইরানের তৎপরতার বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা আইএইএ'র প্রতিক্রিয়া কী, তাও তাৎক্ষণিকভাবে জানা যায়নি৷ তবে একজন কূটনীতিক নিশ্চিত করেছেন, তেহরান তাদের বক্তব্য আনুষ্ঠানিকভাবে সংস্থাটিকে জানিয়েছে৷

এদিকে আইএইতে ইরানি প্রতিনিধি আলী আসগর সুলতানিহ জানিয়েছেন, ইরানের পরমাণু স্থাপনায় জাতিসংঘ পরিদর্শক দলের যাওয়ার বিষয়ে তাদের কোনো আপত্তি নেই৷ শুধু ওই দুজন ছাড়া৷ অন্যদের স্বাগতই জানাবে তেহরান৷

ইরানের নতুন এ পদক্ষেপ নিষেধাজ্ঞা আরোপের পাল্টা জবাব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা৷ ইনস্টিউট ফর নিয়ার ইস্ট অ্যান্ড গালফ মিলিটারি অ্যানালাইসিস এর গবেষণা পরিচালক থিওডোর কারাজিক বলেন, এর মধ্য দিয়ে পাল্টাপাল্টি খেলা আবার শুরু হলো৷

ইরানের বিষয়ে আইএইএ গতমাসে এক প্রতিবেদনে বলেছিলো, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কাজটি দ্রুতলয়ে করছে, আর এ বিষয়ক কোনো প্রশ্নের সদুত্তরও দিচ্ছে না৷ এরপরই ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার তোড়জোড় শুরু করে যুক্তরাষ্ট্র৷

নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের সময় ইরানের পক্ষে যে দুটি দেশ ছিলো, তার একটি ছিলো ব্রাজিল৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সেলসো আমোরিম সোমবার ভিয়েনায় এক সভায় বলেন, ‘‘ইরানের পরমাণু সঙ্কট অবসানে আলোচনার পথ এখনো খোলা আছে বলে তিনি মনে করেন৷'' এখন দেখা যাক, দীর্ঘদিনের এ জট ছাড়াতে ব্রাজিল কী করতে পারে৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক