1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধাজ্ঞার প্রতিবাদে অবসরে যাচ্ছেন ইউসুফ

২৭ মার্চ ২০১০

নিষেধাজ্ঞার প্রতিবাদে এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ৷ জানিয়েছেন, সোমবারই এই সংক্রান্ত ঘোষণা দেবেন তিনি৷

https://p.dw.com/p/Mftm
মোহাম্মদ ইউসুফ (ফাইল ফটো)ছবি: AP

সম্প্রতি অস্ট্রেলিয়ায় খারাপ ফলাফল আর দলের মধ্যে দ্বন্দ্বের কারণে ইউসুফ এবং ইউনিস খানকে ক্রিকেটে নিষিদ্ধ করে পাকিস্তানের ক্রিকেট বোর্ড৷ বিষয়টিকে বেশ অপমানজনক মনে করছেন ইউসুফ৷ সংবাদমাধ্যমকে তিনি জানান, আমি এই মুহূর্তে বেশি কিছু বলতে চাই না৷ শুধু এটুকু বলবো আমাকে নিষেদ্ধের সিদ্ধান্ত ন্যায়সম্মত নয় এবং আমি আমার দেশের জন্য অনেক পরিশ্রম করেছি৷

অভিজ্ঞ ক্রিকেটার ইউসুফ এখন পর্যন্ত ৮৮টি টেস্ট এবং ২৮২টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন৷ ২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি'র বর্ষসেরা ব্যাটসম্যান এর খেতাবও জেতেন তিনি৷ তবে, ক্রিকেট থেকে তাঁর অবসর এবারই প্রথম নয়৷ এর আগে ২০০৭ সালে ভারতের অনানুষ্ঠানিক ক্রিকেট লীগ খেলতে গিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান তিনি৷ পরে অবশ্য ফিরেও আসেন৷

শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে ইউসুফ জানান, আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের জন্য মনস্থির করেছি এবং সোমবারই আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেব৷

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ইজাজ বাট জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের কোন ঘোষণা দিলে ইউসুফের বিরুদ্ধে নতুন করে ব্যবস্থা নেবে বোর্ড৷ তবে তিনি এও বলেছেন, এখন পর্যন্ত সেরকম কিছু ঘটেনি আর তিনি আমাদের বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় এবং আমরা তার প্রতি অনেক কৃতজ্ঞ৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার