1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিস্টেলরয়ের দুই গোলে সহজ জয় হামবুর্গের

২২ আগস্ট ২০১০

বায়ার্ন মিউনিখের শুভসূচনার পর বুন্দেসলিগার উদ্বোধনী সপ্তাহে জয় ছিনিয়ে নিল হামবুর্গ৷ শনিবার ডাচ স্ট্রাইকার রুড ফ্যান নিস্টেলরয়ের দুই গোলই নিশ্চিত করেছে হামবুর্গের জয়৷ মৌসুমের শুরুতেই শাল্কে হারল ২-১ গোলে৷

https://p.dw.com/p/OtXF
গোল করে উচ্ছ্বসিত নিস্টেলরয়ছবি: AP

শনিবার রেয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা মাঠে ছিলেন পরস্পরের বিপক্ষে৷ গত মৌসুমের রানার্স-আপ শাল্কের পক্ষে বুন্দেসলিগায় অভিষেক হল রাউল'এর৷ আর রাউলের সাবেক টিম-মেইট এবং বন্ধু নিস্টেলরয় মাঠে ছিলেন হামবুর্গের হয়ে৷ বিরতির আগে ৪৬ মিনিটে এবং পরে ৮৩ মিনিটে একটি করে গোল করেন নিস্টেলরয়৷ তবে হামবুর্গের দুই গোলের মাঝে ৮০ মিনিটের মাথায় শাল্কের পক্ষে একমাত্র গোলটি আসে জেফার্সন ফারফানের পা থেকে৷ অবশ্য, হামবুর্গের বিরুদ্ধে দশ জন নিয়ে খেলতে হয়েছে শাল্কেকে৷ কারণ ৬১ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় রক্ষণভাগের ভরসা বেনেডিক্ট হোভেডেসকে৷ তবুও শাল্কে বেশ ভালোভাবেই সামলে নিয়েছে হামবুর্গের আক্রমণ৷

Flash-Galerie Bundesliga 1. Spieltag
দ্বিতীয় গোল করছেন নিস্টেলরয়ছবি: AP

এদিকে, ১৯৬৩ সাল থেকে চলমান বুন্দেসলিগার ইতিহাসে শনিবার ঘটেছে আরেকটি রেকর্ড৷ কোলোন অধিনায়ক লেবানিজ ডিফেন্ডার ইউসেফ মোহামাদ লাল কার্ড পান খেলার ৮৭ সেকেন্ডে৷ এর আগে গত বছরের এপ্রিলে ১০১ সেকেন্ডে লাল কার্ড পেয়েছিলেন মাইন্সের আন্দ্রেয়াস ইভানশিৎসের৷ যাহোক, দশ জন নিয়ে খেলে ৩-১ গোলে হারতে হয়েছে কোলোনকে৷ কোলোনের পক্ষে একমাত্র গোলটি আসে মিলিভোয়ে নোভাকোভিচের পা থেকে আট মিনিটে৷ অন্যদিকে, কাইজার্সলাউটের্ন এর পক্ষে প্রথম দু'টি গোল করেন ক্রোয়েশীয় স্ট্রাইকার সারডান লাকিচ এবং ৮৮ মিনিটে শেষ গোল আসে ইভো লিচেভিচের শট থেকে৷

দিনের অপর খেলাগুলোতে হফেনহাইম ভের্ডার ব্রেমেনকে হারিয়েছে ৪-১ গোলে৷ ১-১ গোলে ড্র করেছে ম্যোনশেনগ্লাডবাখ এবং ন্যুরেমবার্গ৷ ফ্রাইবুর্গকে ৩-১ গোলে হারিয়েছে সাংক্ট পাউলি৷ এছাড়া আইনট্রাক্ট ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে হানোফার৷

আজ মাইন্স খেলছে স্টুটগার্টের বিরুদ্ধে৷ আর বায়ার লেভারকুজেনের সাথে লড়ছে বোরুসিয়া ডর্টমুন্ড৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন