1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসকে চাপে রেখেছে বাংলাদেশ

১৪ মার্চ ২০১১

প্রথম স্পেলে পেস বোলার শাফিউলের কথা বলতেই হয়৷ অসাধারণ বোলিং করেছেন তিনি৷ তাঁর প্রথম চার ওভারের তিনটিই মেডেন৷

https://p.dw.com/p/10Yd8
ছবি: bdnews24.com

টাইগারদের বোলিং তোপে ১৬০ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডসের ইনিংস৷ বিশেষ করে প্রথম স্পেলে পেস বোলার শাফিউলের কথা বলতেই হয়৷ অসাধারণ বোলিং করেছেন তিনি৷ তাঁর প্রথম চার ওভারের তিনটিই মেডেন৷ ছয় ওভারে তিনি দেন মাত্র সাত রান৷ অন্যদিকে স্পিনার রাজ্জাক ও পেসার রুবেলের বোলিংও ছিল বেশ আঁটোসাটো৷ রুবেলের প্রথম চার ওভারে আসে মাত্র সাত রান৷ ফলে ডাচদের রান তোলার গতি শুরু থেকেই খুবই ধীর৷ তার ওপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের ফলে রান তোলার গতি বাড়ানোর ঝুঁকিও নিতে পারছিলেন না ব্যাটসম্যানরা৷ ডাচ দলের প্রথম ৫০ রান আসে ১৮তম ওভারে৷ ৩০ ওভার শেষে তাদের রান দাড়ায় চার উইকেটে ৯৪৷

শাফিউলের পাশাপাশি রাজ্জাক বোলিং ওপেন করেন৷ তবে প্রথম উইকেটের পতন হয় সাকিবের হাতে৷ দ্বিতীয় উইকেটটি নিয়েছেন রাজ্জাক৷ ৭৯ রানের মাথায় চারটি উইকেট হারায় কমলা জার্সিরা, যার মধ্যে পরের দুটি রান আউট৷ বোঝা যাচ্ছিল রান রেটের চাপ বাড়ছে ডাচ দলের ব্যাটসম্যানদের ওপর৷

এদিকে বাংলাদেশের ম্যাচ উপলক্ষে আজ চট্টগ্রামের সব অফিস আদালত বন্ধ৷ ছুটির উদ্দেশ্য যাতে লোকজন নিজ দেশের খেলা উপভোগ করতে পারে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়