1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালের জঙ্গলে আগাছার হুমকি

২১ ডিসেম্বর ২০১০

নেপালের দক্ষিণাঞ্চলের চিতওয়ান জাতীয় পার্কের বিশাল জঙ্গলে এখনো দেখা যায় রয়াল বেঙ্গল টাইগার এবং এক শিং বিশিষ্ট বিরল প্রজাতির গন্ডার৷ কিন্তু সেখানকার পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এই সব প্রাণী এখন হুমকির মুখে৷

https://p.dw.com/p/Qh3Y
Tree, plant, Forest, Nepal, Grass, Science, Tiger, Jungle, Bio, Biology, নেপালে, জঙ্গল, আগাছা, হুমকি, ঘাস, বন, বিজ্ঞান, জীব, বাঘ, প্রাণী
ফাইল ছবিছবি: Uni Bonn

মাইল-এ- মিনিট নামে পরিচিত এক ধরনের বহিরাগত আগাছা ৯৩২ বর্গ কিলোমিটার আয়তনের বিরাট চিতওয়ান পার্কটিকে হুমকির সম্মুখীন করেছে৷ উল্লেখ্য যে, এই পার্কটি হল পর্যটকদের জন্য নেপালের প্রধান আকর্ষণ এবং তা ইউনেস্কোর বিশ্ব উত্তরাধিকার তালিকার অন্তর্ভুক্ত৷

জীববিজ্ঞানী নরেশ সুবেদি বলেন, মিকানিয়া মিকরান্থা নামে এই আগাছা জাতীয় পার্কে গন্ডারের এক তৃতীয়াংশ আবাসস্থলকে হুমকির মুখে ফেলেছে৷ তাঁর আশংকা, এর পরিণতি হবে ভয়াবহ৷ চিতওয়ানে প্রকৃতি সংরক্ষণ বিষয়ক ন্যাশনাল ট্রাস্ট -এনটিএনসিতে কর্মরত সুবেদি বলেন, মিকানিয়া নামক আগাছাকে গণ্য করা হয়ে থাকে অত্যন্ত মারাত্মক এক আগাছা হিসেবে৷ চিতওয়ান পার্কে গন্ডারের আবাসস্থলের এক-তৃতীয়াংশেরও বেশি কম বেশি ঘেরাও করে রাখা হয়েছে - যাকিন এই গন্ডারকুলের জন্য গুরুতর হুমকিস্বরূপ৷

দুই হাজার আট সালের এক হিসেব অনুযায়ী, চিতওয়ানে দেখা যায় চারশ আটটি গন্ডার৷ বিশ্ব বন্য প্রাণী ফাউন্ডেশের রিঞ্জন শ্রেষ্ঠা জানিয়েছেন, আগাছার বিস্তার রোধে একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে৷ তিনি বলেন, এই আগাছা জাতীয় পার্কের গন্ডার ও হাতির বেঁচে থাকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে৷

বন সংরক্ষকরা বলেছেন, শিকারিদের ক্রমবর্ধমানহারে শিকারের ফলে চিতওয়ান পার্কের বাঘেরাও বিলুপ্তির মুখে৷

প্রতিবেদন: আবদুস সাত্তার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক