1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে আজও বাল্যবিবাহের চল

সোফি কাজিন্স/এসি২১ মে ২০১৬

নেপালে আজও লক্ষ লক্ষ কমবয়সি মেয়েদের সম্বন্ধ করে বিয়ে দেওয়া হয়, যাদের অনেকেরই হয়ত ১৮ পেরোয়নি৷ তবে এর মধ্যে প্রেম করে বিয়ে করার সংখ্যাও কম নয়, কাটমান্ডু ভ্যালিতে দেখেছেন সোফি কাজিন্স৷

https://p.dw.com/p/1Iqaz
নেপালে যে মেয়ের বাল্যবিবাহ হয়েছে
ছবি: Jane Mingay/Girls Not Brides

১৭ বছর বয়সি অনিশা ওয়াইবা ভক্তপুরের একটি কার্পেট ফ্যাক্ট্রিতে কাজ করে৷ পেটে ছ'মাসের সন্তান৷ রোজ সকাল ৪টে থেকে সন্ধ্যা ৮টা অবধি কাজ করে অনিশা আয় করে মাসে একশো ডলারের কাছাকাছি৷ ন'মাস আগে বিয়ে হয়েছে অনিশার৷ হবু বরের সঙ্গে দেখা হয় এই কারখানাতেই, এক বছর আগে, যখন অনিশা এখানে কাজ শুরু করে৷ স্বামী অনিশার চেয়ে এক বছরের বড়৷ অনিশা কখনো স্কুলে যায়নি৷ বাড়ি দক্ষিণ নেপালের তরাই অঞ্চলে৷ অনিশাকে বাড়িতে টাকা পাঠাতে হয়৷ তার স্বামীকেও বাড়িতে টাকা পাঠাতে হয়, জানাল অনিশা৷ বাচ্চা হলে, সে বাচ্চা নিয়েই ফ্যাক্ট্রিতে যাবে; সেখানে কাজও করবে, আবার বাচ্চার দেখাশোনাও করবে৷

নেপালে অনিশার মতো আরো লক্ষ লক্ষ মেয়ে আছে৷ এদেশে আইন অনুযায়ী মেয়েদের বিয়ের বয়স ২০ হলেও, ৪১ শতাংশ মেয়েরই ১৮ বছরের আগে বিয়ে হয়ে যায়৷ তার একটি কারণ: প্রেম৷ প্রেমের পর বিয়ে ছাড়া সহবাস নেপালি সমাজে সম্ভব নয়৷ কাজেই অনেক অপ্রাপ্তবয়স্ক প্রেমিক-প্রেমিকা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করতে বাধ্য হয়৷

বাল্যবিবাহের শিকার যারা...
১৪ বছরে বিয়ে এবং ১৫ বছরে মা হয়েছে যারাছবি: Jane Mingay/Girls Not Brides

সংগীতা

১৮ বছরের তরুণী সংগীতা তামাং থাকে ভক্তপুর জেলার বাতিধুকুই গ্রামে, তার স্বামীর সাথে৷ ওদের বিয়ে হয়েছে বছর দেড়েক আগে, দেখা হওয়ার এক মাসের মধ্যে৷ সংগীতার স্কুলের পড়ার সেখানেই ইতি, ইতি তার নার্স হবার স্বপ্ন দেখার৷ বিয়ে করার পরে তো আর ইস্কুলে যাওয়া যায় না৷ স্কুল থেকেই সংগীতা শুনেছিল বিয়ের সরকারি বয়সের কথা, কিন্তু কি আর করে: ‘‘আমার বরকে এত ভালো দেখতে...!''

বরকে ভালো দেখতে বলে তাকে বিয়ে করা গেল৷ এর পর আবার ভয় যে, ছেলেপিলে না হলে গাঁয়ের লোক কী ভাববে-বলবে৷ তাই আজ সংগীতার পেটে ন'মাসের ছেলে৷

‘বাল্যবিবাহের অন্ত ঘটানোর জাতীয় কৌশল'

গত মার্চ মাসের শেষেই নেপালে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজি টু অ্যান্ড চাইল্ড ম্যারেজ' গ্রহণ করা হয়েছে, খোদ মন্ত্রীসভার অনুমোদন নিয়ে৷ টেকসই বিকাশের লক্ষ্য অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে নেপালে বাল্যবিবাহের অন্ত ঘটানো হবে৷ কিন্তু বাল্যবিবাহ কেন ঘটে, তার কারণ হিসেবে নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অবসচিব ড. কিরণ রুপখতি বললেন, ‘‘বাবা-মায়েরা মেয়েদের অর্থনৈতিক বোঝা বলে গণ্য করেন৷'' কাজেই বিয়েই হলো একমাত্র পথ, যা মেয়েদের সামনে খোলা৷ এছাড়া বাল্যবিবাহ তো একা নয়, তার সঙ্গে যুক্ত রয়েছে দারিদ্র্য ও জাত-পাত সংক্রান্ত নানা সমস্যা৷

তার কিছুটা আন্দাজ পাওয়া যায় কাটমান্ডু থেকে গাড়িতে পাঁচ ঘণ্টা পথ গেলে৷ মাকওয়ানপুর জেলার পাহাড় আর ধানক্ষেতে ঘেরা দামন গ্রামের ১৭ বছরের মেয়ে সাজিতা তামাং শোনাল আর এক কাহিনি: ১৪ বছরে বিয়ে, সে-ও প্রেম করে নয়; ১৫ বছর বয়সে মা হয় সাজিতা৷ শোনো এক গাঁয়ের বধূ...৷

সংগীতা আর অনিশার গল্পের মতো কোনো গল্প কি আপনি জানেন? জানলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান