1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ হচ্ছে

২ জুন ২০১০

নেপালে রেস্টুরেন্ট, বার ও অন্যান্য প্রকাশ্য স্থানে ধূমপান নিষিদ্ধ ঘোষিত হচ্ছে৷ সমস্ত তামাক পণ্যের ওপর বিজ্ঞাপন দানও নিষিদ্ধ হচ্ছে যাতে তরুণ সমাজ এতে আসক্ত না হয়৷ সম্প্রতি কাঠমান্ডু সরকার এ কথা জানিয়েছে৷

https://p.dw.com/p/NfQK
ফাইল ফটোছবি: AP

ধূমপান-বিরোধী একটি নতুন বিলে ১৬ বছরের কম বয়সিদের ধূমপান অবৈধ করা হচ্ছে এবং সিগারেট প্যাকেটের ওপর স্বাস্থ্যবিষয়ক বাধ্যতামূলক সাবধানবানী রাখা হচ্ছে৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা বাল সাগর গিরি ফরাসি বার্তা সংস্থা এএফপি'কে এ কথা বলেন৷ তিনি বলেন, তরুণরা ক্রমবর্ধমানহারে তামাকের ওপর আকর্ষণীয় বিজ্ঞাপনের প্রতি ঝুঁকে পড়ছে৷ এটা বন্ধ করতে হবে৷ তিনি আরো বলেন, ধূমপান বিরোধী আইন প্রয়োগের এটাই হল যথার্থ সময়৷ এছাড়া, আইনের অধীনে তামকের ব্যবহার নিয়ন্ত্রণ এবং আইন ভঙ্গকারীদের শাস্তি দেয়ার কথা বলা হয়েছে৷

গিরি বলেন, বর্তমানে সংসদে বিলটির ওপর বিতর্ক অনুষ্ঠিত হচ্ছে৷ বিলে আইন ভঙ্গকারী কোন ব্যক্তিকে পাঁচ হাজার রুপি এবং তামাক কোম্পানিকে এক লাখ রুপি জরিমানা করার কথা বলা হয়েছে৷ নতুন বিলে সরকারি অফিস, স্কুল, হাসপাতাল ও রেস্টুরেন্টে ধূমপান নিষিদ্ধ করার কথা বলা হয়েছে৷

উল্লেখ্য, ২০০৬ সালে নেপালের সুপ্রিম কোর্ট প্রকাশ্য স্থান এবং ব্রডকাস্ট মিডিয়ায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারকে নির্দেশ দিয়েছিলেন এবং ঐ রায় কখনই কার্যকর হয় নি৷ সরকারের এক হিসেব অনুযায়ী, নেপালে প্রতি বছর পনেরো হাজার মানুষ তামাক সংক্রান্ত বিভিন্ন রোগে মারা যাচ্ছে৷

প্রতিবেদন : আবদুস সাত্তার

সম্পাদনা : দেবারতি গুহ