1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে শুরু হচ্ছে সমকামীদের প্যারেড

২৮ জুলাই ২০১০

নেপাল এবছর প্রথমবারের মতো সমকামীদের প্যারেড করতে যাচ্ছে৷ সম্প্রতি বার্তা সংস্থা এএফপি’কে একথা জানিয়েছেন দেশটির খোদ পার্লামেন্টের সমকামী সদস্য সুনীল পন্থ৷ এই নেপালি সাংসদ, যিনি প্রকাশ্যে সমকামিতার কথা স্বীকার করেন৷

https://p.dw.com/p/OWX5
ছবি: AP

সুনীল পন্থ বলেন, তিনি আশা করছেন, আগস্টের ২৫ তারিখে নেপাল ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে আসা প্রায় ৩ হাজার পুরুষ ও নারী সমকামী রাজধানী কাটমান্ডুর রাস্তায় প্যারেডে যোগ দেবেন৷২৫ আগস্ট দিনটিকে প্যারেডের জন্য বেছে নেয়া হয়েছে তার কারণ শতশত বর্ষ ধরে ওই দিনটিতে নেপালি পুরুষরা মেয়েদের পোশাক পরে ঐতিহ্যবাহী এক উৎসব পালন করে আসছে৷ সাম্প্রতিক বছরগুলিতে এই উৎসবটিকে গ্রহণ করে নিয়েছে নেপালের সমকামী সম্প্রদায়৷ তারা ক্রমশই তাদের সমকামিতার কথা জোরেশোরে প্রকাশ করতে দ্বিধা করছেনা৷

সাংসদ সুনীল পন্থ বলেন, ‘‘সমকামীদের অধিকারের এই প্রচারকে সত্যিকার অর্থেই আমরা একটি আন্তর্জাতিক ঘটনায় পরিণত করতে চাই৷'' তিনি আরও বলেন, গত কয়েক বছরে নেপাল সমকামীদের ইস্যুগুলো নিয়ে অনেকটা এগিয়ে গেছে৷ তাঁর আশা, এব্যাপারে অন্যদেরও উদ্বুদ্ধ করা সম্ভব হবে৷

সুনীল পন্থ পরিচালিত ‘ব্লু ডায়মন্ড সোসাইটি' সমকামীদের অধিকার রক্ষায় কাজ করে থাকে৷ তাদের আবেদনের প্রেক্ষিতে দু'বছর আগে নেপালের সুপ্রিম কোর্ট পুরুষ ও নারী সমকামীদের অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে আইন পাশ করার নির্দেশ দিয়েছিলো৷

সুনীল পন্থ জানান, প্যারেডে সরাসরি গান প্রচারের ব্যবস্থা থাকবে৷ হাতি ও ঘোড়াদের পরানো হবে উজ্জ্বল রঙের কাপড়৷ এইডস রোগে মারা গেছে যারা ও সহিংসতার স্বীকার হয়েছে যারা, তাদের স্মরণে জ্বালানো হবে মোমবাতি৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক