1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে ‘জীবন্ত দেবী'

৩০ সেপ্টেম্বর ২০১৭

ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে তৃষ্ণা শাক্য নামের তিন বছরের এক কন্যা শিশুকে তার পরিবার গিয়েছিল এক মন্দিরে৷ আপাতত আর বাড়ি ফেরা হচ্ছে না তার৷ ‘জীবন্ত দেবী' নির্বাচিত হওয়ায় বয়ঃসন্ধি না হওয়া পর্যন্ত ওই মন্দিরেই থাকতে হবে তাকে৷

https://p.dw.com/p/2kykc
Nepal die neue lebende Göttin Trishna Shakya
ছবি: picture-alliance/Photoshot/S. Sharma

বৃহস্পতিবার নেপালে তিন বছর বয়সি এই কন্যা শিশু নতুন ‘জীবন্ত দেবী' নির্বাচিত হয় হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের যৌথ সিদ্ধান্তে৷  ফাইনালে ছিল চার প্রতিযোগী৷বাকি তিনজনকে হারিয়ে ‘কুমারী'হয়েছে তৃষ্ণা শাক্য৷

হিন্দু ধর্মাবলম্বীদের একটি প্যানেল বেশ কয়েকদিন ধরে তার কোষ্ঠী ও শারীরিক পরীক্ষা করে৷ কারণ, তাঁদের বিশ্বাস, দেবীর কোনো খুঁত থাকতে পারে না৷

গৌতম শাক্য নামে প্যানেলের একজন বলেন, ‘‘এটি আমাদের ঐতিহ্য৷ সে আমাদের দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, এই বিশ্বাস যেহেতু করি, তাই অনেক অনুসন্ধান করে বের করতে হয়েছে তাকে৷ এই শিশুর বয়স ১২ বছর হলে আমরা আবারও আরেকজন দেবী নির্বাচন করব৷''

‘‘আমরা আমাদের নতুন কুমারী পেলাম'' বলেন তিনি৷

লাল পোশাক আর ফুলের মালা পরিহিত কুমারীকে চারপাশ থেকে ঘিরে ধরে তার ভক্তরা৷ কাঠমান্ডুতে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার আগে উপহার হিসেবে চকোলেট, ডিম, মিষ্টি এবং ফল নিয়ে সবাই দেখতে এসেছিল তাকে৷

Nepal die neue lebende Göttin Trishna Shakya
বাবা-মা ও পরিবারের অন্যদের সঙ্গে মন্দিরে যাচ্ছে তৃষ্ণাছবি: picture-alliance/Photoshot/S. Sharma

প্রধান পুরোহিত মন্দিরে আনার আগে গাড়ীতে করে তাকে আশেপাশের আরও অনেক মন্দির ঘুরিয়ে নিয়ে আসেন৷

তৃষ্ণা দেবী নির্বাচিত হওয়ার তার পরিবার ভীষণ গর্বিত৷ ‘‘সে কেবল আমাদের মেয়ে নয়, বরং পুরো দেশের জন্য দেবী হচ্ছে'' বলেন তৃষ্ণার বাবা বিজয় রতন শাক্য৷ ‘‘আমি খুব খুশি, কিন্তু একইসাথে আমার কান্নাও আসছে,'' যোগ করেন তিনি৷

তৃষ্ণার প্রবেশের পরপরই মন্দির থেকে আগের দেবী মাতিনা শাক্য তার ভক্ত অনুরাগীদের সাথে নিয়ে বের হয়ে আসে৷ তার বয়স এখন ১২৷

দুই সপ্তাহব্যাপী এই উৎসব চললেও উৎসবের অষ্টম দিনে এই কুমারী নির্বাচিত হয়৷ এটিই নেপালের প্রধান উৎসব৷

এএম/এসিবি (এপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান