1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেয়ানডার্থালরা আধুনিক মানুষের পূর্বপুরুষ!

৮ মে ২০১০

প্রস্তর যুগের মানুষরাও আধুনিক যুগের মানুষের পূর্বপুরুষ! এতদিন বিষয়টি জানা না থাকলেও শুক্রবার বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্স’এ প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এ সম্পর্কে৷

https://p.dw.com/p/NIn3
আধুনিক মানুষের পূর্বপুরুষ!ছবি: AP

ঐ প্রতিবেদন অনুযায়ী ইউরোপ, চীন ও নিউ গিনিতে বসবাসকারী মানুষের ডিএনএ'র ১ থেকে ৪ শতাংশের মধ্যে প্রস্তর যুগের মানুষ অর্থাৎ নেয়ানডার্থালের জিনের উপস্থিতি পাওয়া গেছে৷ মার্কিন একটি জার্নালে প্রকাশিত হয়েছে প্রতিবেদনটি৷ তবে মজার ব্যাপার হলো, নেয়ানডার্থালরা কখনো চীনে বাস না করলেও সেদেশের মানুষের মধ্যেও তাদের ডিএনএ পাওয়া গেছে৷

জার্মানির লাইপসিগ শহরে অবস্থিত মাক্স প্লাঙ্ক ইনস্টিটিউট ফর ইভোলিউশনারি অ্যান্থ্রোপলজিতে এই গবেষণা চালান বিজ্ঞানীদের এক আন্তর্জাতিক দল৷ নেতৃত্ব দেন সোয়ান্টে পাবো৷ তিনি বলেন, এটা খুবই খুশির খবর যে, আমাদের কারও কারও মাঝে নেয়ানডার্থালের ডিএনএ রয়েছে৷

এর আগে বিভিন্ন গবেষণার পর বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে, আধুনিক মানুষের পূর্বপুরুষ হলো হোমো সেপিয়েন্স৷ আর নেয়ানডার্থালের শত্রু হলো এই হোমো সেপিয়েন্স৷

ক্রোয়েশিয়ার একটি গুহা থেকে প্রায় ৪০ হাজার বছর আগের পুরনো একটি হাড় উদ্ধার করা হয়৷ আর এ থেকেই সংগ্রহ করা ডিএনএ দিয়ে গবেষণাটি চালানো হয়৷

নেয়ানডার্থালরা পৃথিবীতে এসেছিল প্রায় চার লক্ষ বছর আগে৷ আর প্রায় ৩০ হাজার বছর আগে তার অবলুপ্তি ঘটে৷

গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রিচার্ড গ্রিন বলছেন, নেয়ানডার্থালদের জিন থেকে যে আধুনিক মানুষের দেহে জিন প্রবাহিত হয়েছে এ বিষয়টি এখন অনেকটাই সত্য৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক