1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নোংরা রাজনীতি, স্বার্থ আর লোভই দুর্নীতির কারণ'

১০ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশে দুর্নীতি কমছে না কেন? এর কারণ হিসেবে আমাদের পাঠকদের মধ্যে কেউ পুলিশ, কেউ প্রশাসন, রাজনীতিক, কেউ বা জনগণকে দায়ী করেছেন৷ অনেকে আবার দুর্নীতির কারণ ও সমাধানও দিয়েছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

https://p.dw.com/p/1HsdA
Symbolbild Bangladesch Korruption Banknoten Geld Bestechung
ছবি: DW

ডয়চে ভেলের পাঠক বন্ধু জুয়েলের মতে, ‘‘দুর্নীতির ফলে, বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়৷ এবং তার ফলে জনগণ কোনো উন্নয়নের দীর্ঘমেয়াদি সুফল ভোগ করে পারে না৷ এর জন্য আমাদের সমাজের মানুষ দায়ী৷''

অন্যদিকে দুর্নীতি সম্পর্কে সাঈদ রহমান সরদার পুরোপুরি দায়ী করেছেন রাজনীতিকদের৷ তিনি লিখেছেন, ‘‘দুর্নীতির জন্য ৯০ ভাগ দায়ী রাজনীতিবিদরা৷ তাঁদের নোংরা রাজনীতি, ব্যক্তিগত স্বার্থ, লোভ, রাতারাতি ধনী হওয়ার আকাঙ্খাই দুর্নীতির কারণ৷''

‘‘দুর্নীতি যে কারণই হোক না কেন, বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কখনো কমে না'' –এটাই আমিনুল হকের দুঃখ৷

‘‘বাংলাদেশের মানুষ মনে করে, যারা ক্ষমতায় যায় তারা পাঁচ বছরের জন্য দেশটা ইজারা নেয়৷ আর আমলারা মনে করে যে, তারা জনগণের নয় তারা সরকারের চাকরি করে৷ ইজারাতন্ত্র, দহনতন্ত্র, আমলাতন্ত্র নিপাত যাক, কৃষক-শ্রমিক মুক্তি পাক৷'' – বাংলাদেশে দুর্নীতি না কমার কারণকে পাঠক আজিজুল আলম ডয়চে ভেলের ফেসবুক পাতায় এভাবেই তুলে ধরেছেন৷

‘‘সবাই অনেক ভালো তো, তাই দুর্নীতি কমে না'' – হ্যা, এভাবেই রসিকতা করেছেন পাঠক মুহাম্মদ আবদুল মুত্তাকাব্বির৷

‘‘দুর্নীতিবাজ বের করার জন্য পুলিশকে ‘টার্গেট' দিয়ে তা অবশ্যই আদায় করে নিতে হবে৷ আর শাস্তি হবে মৃত্যুদণ্ড৷'' দুর্নীতি কিভাবে কমবে তার জন্য এই কড়া পরামর্শ দিয়েছেন নোবেল মন্ডল৷

রিন্টু মনে করেন, বাংলাদেশে সব কাজ সেনাবাহিনীকে দিয়ে করালে নাকি দুর্নীতি থাকবে না৷

‘‘এই দেশের যেদিকে তাকাই, সেদিকেই শুধু ভণ্ড, প্রতারক আর দুর্নীতেতে ভরা৷ কেউ সুখি নয়৷'' মন্তব্যটি বন্ধু সুমনের৷ সুমন দুঃখ করে আরো লিখেছেন, ‘‘এই পরিস্থিতিতে আমাদের মতো পরিবারের বাঁচা বড় দায়৷''

‘‘বিড়াল দিয়ে কখনো মাছ পাহাড়া দেয়া যায় না৷'' বাংলাদেশের দুর্নীতি সম্পর্কে এই ছোট্ট মন্তব্যটি চৌধুরী জিয়াদের৷

মুহাম্মদ আরিফুল হুদা অবশ্য দুর্নীতির জন্য সরকারকেই দায়ী করছেন৷ বলেছেন, ‘‘এ সরকারের আমলে সব সেক্টরে দুর্নীতি চরম আকারে পৌঁছেছে৷''

‘‘মানুষ টাকার কাছে গোলাম, তারা মরার ভয় করে না, তাই দুর্নীতি কমে না৷'' এমন মন্তব্য করেছেন ইরফান আলী৷ আর সোহাগ জামান বলেছেন, ‘‘দেশটাই তো দুর্নীতিবাজদের৷''

Bangladesch Hilsa Fisch
‘‘ বাংলাদেশে একবার কোনো কিছুর দাম বাড়লে তা আর কখনো কমে না'' – আমিনুল হকের দুঃখ৷ছবি: Imago/UIG

দুর্নীতি না কমাকে রাজনৈতিক সমস্যা বলে মনে করেন রঞ্জু হক৷ তাই বাংলাদেশে দুর্নীতি সহজে কমবে বলে বিশ্বাস করেন না পাঠক হাবীব রহমান৷ তিনি হতাশ আর সেজন্যই হয়ত ফেসবুকে তিনি লিখেছেন, ‘‘যেদিন দুর্নীতি কমবে, সেদিন আমরা থাকব না৷''

দুর্নীতি বন্ধ করার পরামর্শ দিয়ে ওয়াকিল আহমেদ লিখেছেন, ‘‘আগে এ দেশের মানুষের চরিত্র বদল করতে হবে, হালাল-হারাম মানতে হবে৷''

‘‘মানুষ নীতিকে রাখে অনেক দূরে, তাই দুর্নীতি কমে না বাংলাদেশে৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু বক্তিয়ার মানিকের৷

‘‘যারা দুর্নীতি দমন করবে তারাই যদি দুর্নীতি করে, তাহলে দুর্নীতি কমবে কিভাবে বাংলাদেশে ?'' এই প্রশ্ন নিলয় আহমেদ নিরের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান