1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নো ওয়ান কিল্ড জেসিকা’র জন্যে রানি ‘এ’ চান

৬ ডিসেম্বর ২০১০

রানি মুখার্জীর নতুন ছবি ‘‘নো ওয়ান কিল্ড জেসিকা’’৷ তিনি তাঁর এই ছবিটির জন্যে শুধুমাত্র ‘এ’ বা অ্যাডাল্ট, অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের দেখানোর সার্টিফিকেট চেয়েছেন৷ আর তাতে তাঁর অন্যরকম চিন্তারই প্রকাশ ঘটেছে৷

https://p.dw.com/p/QQeK
বলিউড অভিনেত্রী রানি মুখার্জীছবি: AP

সাধারণত অভিনেতা বা অভিনেত্রীরা তাঁদের ছবির জন্যে ইউ/এ সার্টিফিকেটই প্রত্যাশা করে থাকেন৷ আর তাতে সব বয়সের মানুষই ছবি দেখতে যেতে পারেন৷ কিন্তু ভারতীয় অভিনেত্রী রানি মুখার্জী এই ক্ষেত্রে ব্যাতিক্রম৷ রানি তাঁর নতুন ছবি ‘‘নো ওয়ান কিল্ড জেসিকা''-র জন্যে শুধুমাত্র ‘এ' অর্থাৎ প্রাপ্ত বয়স্কদের দেখার অনুমতির সার্টেফিকেট চেয়েছেন৷ রানি বলেন, ‘‘এই ছবিটির জন্য ‘এ' সার্টিফিকেট দিলেই আমি খুশি হবো৷ আমি এরকমটি চাচ্ছি কারণ, আমরা চাই না এই ছবি শিশুরা দেখুক৷ আমি মনে করি, এটি শিশুদের দেখার উপযুক্ত ছবি নয়৷ তাই এর জন্য ‘এ' সার্টিফিকেট দেওয়াই ঠিক হবে৷'' রানি আরো বলেন, ‘‘এমন কী আমি আমার ভাগ্নিকেও, এই ছবিটি দেখতে নিয়ে যাবো না৷ এর অর্থ এছবি তার জন্যে নয়৷''

Vidya Balan
জেসিকার বড় বোন সাবরিনার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালনছবি: UNI

মডেল জেসিকা লালকে ১৯৯৯ সালে একটি নাইট ক্লাবে গুলি করে হত্যা করেছিল মনু শর্মা৷ সে কাহিনি নিয়ে ছবিটি প্রযোজনা করছে ইউটিভি৷ জেসিকার বড় বোন সাবরিনার চরিত্রে অভিনয় করছেন বিদ্যা বালন৷ সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরের ৭ জানুয়ারি৷

ছবিটিতে রানি অভিনয় করছেন, সম্পূর্ণ ভিন্ন এবং শক্তিশালী এক চরিত্রে৷ রানি বলেন, ‘‘আমার চরিত্র মিরা গাইতি নামের একজন টেলিভিশন সাংবাদিকের৷ বেশিরভাগ নারী সাংবাদিকের মতোই চরিত্রটি দুঃসাহসিক৷ এই ছবিতে অভিনয় করা এক দারুণ অভিজ্ঞতা, আমি প্রশ্ন করার সুযোগ পেয়েছি৷'' রানি বলেন, অনেক নারী সাংবাদিকের দ্বারা চরিত্রটি অনুপ্রাণিত হলেও, এ হলো সব কিছুর মিলিত একটি ভূমিকা, শুধু একজন নারী সাংবাদিক নয়৷ এবং পরিচালক আমাকে আমার মত করে চরিত্রটি গড়ে নিতে দিয়েছেন৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক