1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ন্যাটোর ভূমিকায় পরিবর্তন আসছে

১২ মে ২০১০

ঢাকায় সেমিনারে বক্তারা বলেছেন, ন্যাটোকে নতুন ভূমিকায় দেখা যেতে পারে৷ তারা তাদের নিরাপত্তা বিঘ্নকারী যেকোন অঞ্চলে হস্তক্ষেপ করতে পারে৷ এমনকি এশিয়াও তার বাইরে নেই৷

https://p.dw.com/p/NMKS
কাবুলে কর্মরত ন্যাটো বাহিনীছবি: AP

পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে নর্থ এ্যাটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন – ন্যাটোর ভূমিকা নিয়ে ঢাকায় বুধবার আয়োজন করা হয় এক সেমিনারের৷ এই সেমিনারে উপস্থিত ছিলেন ন্যাটোর সাবেক কাউন্সিলর এবং নরওয়েজিয়ান ইন্সটিটিউট অফ ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স-এর এশিয়ার প্রধান এ্যান্ডার্স ক্রিশ্চিয়ান জ্যাষ্টেড৷ তিনি বলেন, আফগান তালেবান, আল কায়েদাসহ জঙ্গিবাদ ইস্যু এখন ন্যাটোর কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন পূর্ব এশিয়ার নৌ-সীমানা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে৷

সেমিনারে নিরাপত্তা বিশ্লেষক এবং বাংলাদেশ সেন্টার ফর পিস এ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনিরুজ্জামান বলেন, ন্যাটোর নীতিতে পরিবর্তন আসছে৷ তারা এখন শুধু ভূখণ্ডগত নিরাপত্তা নিয়ে ভাবছে না৷ তারা মনে করছে ভূখণ্ডের বাইরেও নানাদিক থেকে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে৷

মুনিরুজ্জামান বলেন, তাদের নিরাপত্তার জন্য যেখানেই হুমকি আসবে সেখানেই ন্যাটো এখন সক্রিয় হয়ে উঠতে পারে৷ সেমিনারে বক্তারা ন্যাটোর সাবেক কাউন্সিলরকে নানা প্রশ্নবানে জর্জরিত করেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন