1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবি নাকচ

২৯ জানুয়ারি ২০১১

পদত্যাগের দাবিকে নাকচ করে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ ছহুল হোসাইন৷ তিনি ডয়চে ভেলেকে জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচন বাতিল করে ফের নির্বাচন নিয়েও ভাবছেনা নির্বাচন কমিশন৷

https://p.dw.com/p/106ue
বাংলাদেশে নির্বাচন (ফাইল ফটো)ছবি: Mustafiz Mamun

উপ-নির্বাচন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের পদত্যাগের যে দাবি করেছে বিএনপি, তাকে মোটেই আমলে নিচ্ছেন না নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷ তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলির মধ্যে পরাজয় মেনে নেওয়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে৷ তিনি রাজনৈতিক দলগুলিকে জনগনের রায়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য আহবান জানিয়েছেন৷

উপ-নির্বাচনে সেনা মোতায়েনের সর্বাত্মক চেষ্টার কথা জানিয়ে ছহুল বলেন, সেনাবাহিনী ছাড়াও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে৷ তাঁর যুক্তি, সেনাবাহিনী ছাড়া হবিগঞ্জে বিএনপি জয়ী হয়েছে৷ সেখানে কোনই সমস্যা হয়নি৷ আর ব্রাহ্মণবাড়িয়ায় জিততে পরেনি তারা, তাই সেখানে অসুবিধা হয়েছে৷ এ ধরনের মানসিকতা বাদ দেয়া উচিত৷ পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে তিনি ডয়চে ভেলেকে বলেন, রাজনীতিবিদ রাজনীতি করেন, তাই যা ইচ্ছে তাই বলতে পারে৷ তাতে তাঁর কোন ক্রিয়া-প্রতিক্রিয়া নাই৷

ব্রহ্মণবাড়িয়ার নির্বাচন বাতিল বা ফের নির্বাচনের দাবিকেও কোন গুরুত্ব দিচ্ছেন না নির্বাচন কমিশনার ছহুল হোসাইন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়