1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পপ আর্ট মানে পপুলার আর্ট!

৩০ ডিসেম্বর ২০১৬

একবিংশ শতাব্দীর সাচ্চা পপ আর্ট দেখতে চান? তবে চলুন নেথান ওয়াইবার্নের ছবির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই৷ কাদের প্রতিকৃতি তিনি আঁকেন, সেটা বলা সহজ; কী দিয়ে অথবা কীভাবে আঁকেন, সেটা শুনলে আশ্চর্য হতে হয়৷

https://p.dw.com/p/2V2uD
DW Euromaxx - Nathan Wyburn
ছবি: DW

ব্যতিক্রমী প্রতিকৃতি আঁকেন যিনি

ব্রিটিশ পপ গায়িকা আডেল-এর পোর্ট্রেট, ‘‘ভেরি ব্রিটিশ’’, কেননা তা ফিশ অ্যান্ড চিপস দিয়ে তৈরি! বা ব্রিটিশ পপ গায়ক টম জোন্সের প্রতিকৃতি – স্টুডিওর পুরনো টেপের রিল ব্যবহার করে তৈরি করা৷ অথবা সাবেক স্পাইস গার্ল মেল সি., শুধুমাত্র চকমকে গ্লিটার দিয়ে তৈরি৷

পপ  আর্ট শিল্পী নেথান ওয়াইবার্ন বলেন, ‘‘পপ আর্ট আমার কাছে পপুলার কালচারের অংশ৷ এই মুহূর্তে মিডিয়ায় যা ঘটছে, সেলিব্রিটিদের নিয়ে, তাদের কেলেঙ্কারি অথবা হয়তো কোনো সেলিব্রিটির মৃত্যু – আমি এই সব বিষয় নিয়ে অ্যান্ডি ওয়ারহল-এর কায়দায় আর্ট সৃষ্টি করি৷’’

এই সব সেলিব্রিটিদের ছবি ‘আঁকার’ জন্য ২৬ বছর বয়সের পপ আর্ট শিল্পী নেথান কেচাপ কিংবা চকোলেটও ব্যবহার করে থাকেন৷ ডেভিড বোওয়ি-র ‘জিগি স্টারডাস্ট’ চরিত্রটির ছবি তিনি এঁকেছেন স্রেফ মেক-আপ দিয়ে৷ নেথান বলেন, ‘‘প্রোট্রেট আঁকার উপাদানটা বেছে নেওয়ার সময়, সংশ্লিষ্ট সেলিব্রিটির সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে, যেমন তার কোনো হাস্যকর অভ্যেস বা মুদ্রাদোষ বা চারিত্রিক বৈশিষ্ট্য, এমনকি তার পদবী – যেমন কিথ লেমন থেকে লেমন, মানে লেবু৷ অথবা ডোনাল্ড ট্রাম্প আর মেক্সিকান খাবার কেননা তাতে হাস্যরস আর ব্যঙ্গ রয়েছে৷ কাজেই সম্পর্কটা সবসময়েই থাকে, হয় তার কমিক, নয়ত তার আইডিয়া৷’’

নেথান ওয়াইবার্নের ছবি আঁকার পদ্ধতিও অদ্ভুত৷ তিনি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ছবি এঁকেছেন শুধু পা দিয়ে৷ মার্কিন পপ গায়িকা মাইলি সাইরাস জিভ বার করার জন্য বিখ্যাত – তাই নেথান মাইলির ছবি এঁকেছেন শুধু জিভ দিয়ে৷ তবে জাস্টিন বিবারের ‘বেবি ইউ ইউ লাইক দ্য ওয়ে' গানটি শুনে নেথান একটা সম্পূর্ণ নতুন প্রেরণা পান৷ হাজার হাজার চুমু খাওয়ার ঠোঁটের ছাপ দিয়ে টিনি-দের পাগল করা জাস্টিনের ছবি এঁকেছেন নেথান৷ এই ছবি আঁকার ভিডিওটি লক্ষ লক্ষ বার ক্লিক করা হয়েছে৷

নেথান শোনালেন, ‘‘লাভ ইওরসেল্ফ গানটি তখন বিরাট হিট হয়েছে৷ ওদিকে ভ্যালেন্টাইনস ডে আসছে৷ বিবারের বহু ফ্যান, বিশেষ করে মেয়েরা – কাজেই আমি ভাবলাম, ওদের এমন কিছু একটা দিতে হবে, যা'তে ওরা সেটা দেখে ভাবে, আহা, আমি যদি ওটা আঁকতে পারতাম, কিংবা কিনতে পারতাম৷ কাজেই আমি ভাবলাম, জাস্টিনের একটা পোর্ট্রেট আঁকব শুধু চুমু দিয়ে৷’’

নেথান ওয়াইবার্ন কার্ডিফে ফাইন আর্টস নিয়ে পড়েছেন৷ দৈনন্দিন জীবনের সংস্কৃতি নিয়ে তিনি যা করে থাকেন, তাকে নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সাচ্চা পপ আর্ট বলা চলে৷

পিয়ের প্রেচ/এসি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য