1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরকীয়ায় বাধা দেয়ায় আক্রান্ত গৃহবধূ

১ অক্টোবর ২০১০

ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ এলাকার মামলার রায় দিয়েছে আদালত৷ তবে, হিন্দু-মুসলিম দু’পক্ষই এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দিয়েছে৷ রয়েছে যাত্রাবাড়ীতে তিন খুনের খবর৷ লেভেল ক্রসিং নামক ‘মৃত্যুফাঁদ’ নিয়ে প্রতিবেদন৷

https://p.dw.com/p/PRgq
নারী নির্যাতনের প্রতীকী ছবিছবি: picture-alliance / Lehtikuva

বাবরি মসজিদ ইস্যু

‘মসজিদ-মন্দির দুটোই থাকবে' - দৈনিক কালের কন্ঠ করেছে এই শিরোনাম৷ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ এলাকার বিরোধপূর্ণ জমি নিয়ে রায় দিয়েছেন আদালত৷ মূলত হিন্দু-মুসলিম দুই ধর্মের সহাবস্থানের দিকেই গুরুত্ব দিয়েছেন হাইকোর্টের লক্ষ্ণৌ বেঞ্চ৷ এই খবরটিকেই মূল শিরোনাম করেছে অধিকাংশ দৈনিক৷ প্রথম আলোর শিরোনাম, ‘অযোধ্যার সেই বিতর্কিত জমি তিন ভাগ'৷ মুসলিম সম্প্রদায়ের সুন্নি ওয়াকফ বোর্ড এবং রামলালা গোষ্ঠী, হিন্দু মহাসভা ইত্যাদি হিন্দু সংগঠন, এবং নির্মোহী আখড়ার মধ্যে এই জমি ভাগ করে দেয়া হবে৷ তবে এই রায়ের বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছে দু'পক্ষই৷ এই বিষয়ে দৈনিক সমকালের শিরোনাম, ‘অযোধ্যার বিতর্কিত জমি হিন্দু-মুসলিম দু'পক্ষের'৷

যাত্রাবাড়িতে তিনজনকে খুন

দৈনিক যুগান্তর দিয়েছে এই খবর৷ শিরোনাম, ‘যাত্রাবাড়ীতে একই পরিবারের ৩ জনকে গুলি ও জবাই করে হত্যা'৷ বৃহস্পতিবার সকালে সন্ত্রাসীরা একই পরিবারের তিনজনকে হত্যা করে৷ পুলিশের ধারণা, ব্যবসায়িক বা সম্পত্তির মালিকানা নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে৷ তবে মৃত্যুর পূর্ব মুহূর্তে ভুক্তভোগী একজন পুলিশকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে গেছেন৷ ইতিমধ্যে এই খুনের ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ দৈনিক সমকাল এই বিষয়ে লিখেছে, ‘যাত্রাবাড়ীতে মর্মান্তিক ঘটনা, ট্রিপল মার্ডার'৷

রেল ক্রসিং-এ দুর্ঘটনা

‘লেভেল ক্রসিং যেন মৃত্যুফাঁদ' - শিরোনাম দৈনিক ইত্তেফাকের৷ গত নয় বছরে বিভিন্ন লেভেল ক্রসিংয়ে পাঁচ হাজার দুর্ঘটনা ঘটেছে, এতে নিহতের সংখ্যা সহস্রাধিক৷

আক্রান্ত গৃহবধূ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শিরোনাম, ‘পরকীয়ায় বাধা দেয়ায় গৃহবধূকে গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ'৷ লালবাগের ঘটনা এটি৷ গৃহবধূ সুমনার অভিযোগ, স্বামী এবং স্বামীর আত্মীয়স্বজনদের নির্যাতনের শিকার তিনি৷

গ্রন্থনা: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী