1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে ২০১২ সালে

১৫ অক্টোবর ২০১০

২০১২ সাল নাগাদ বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান৷তিনি জানান, কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যেই রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে৷

https://p.dw.com/p/Pf6q
বাংলাদেশেও দেখা যাবে এমন বিদ্যুৎ কেন্দ্র (ফাইল ফটো)

পাবনার রূপপুরে ১৯৬২ সালে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া শুরু হয়৷ তখন ভূমি অধিগ্রহণসহ আরো অনেক কাজ এগিয়ে গেলেও পরমাণু বিদ্যুৎ কেন্দ্র আর বাস্তবে রূপ পায়নি৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি বাস্তবে রূপ দেয়ার উদ্যোগ নেয়৷আর এক্ষেত্রে রাশিয়ার সহায়তা নেয়া হচ্ছে৷ বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানান, ইতিমধ্যেই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তি সই হয়েছে৷

তিনি জানান, আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পরমাণু বিদ্যুৎ প্রকল্প অনুমোদন দিয়েছে৷ মন্ত্রী আশা করেন ২০১২ সাল নাগাদ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হবে৷প্রথম পর্যায়ে ১ হাজার মেগাওয়াট এবং ২য় পর্যায়ে আরো ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে এই কেন্দ্র থেকে৷ ২০২১ সাল নাগাদ মহাজোট সরকার ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়৷ এর ১০ ভাগ বিদ্যুৎ পাওয়া যাবে এই কেন্দ্র থেকে৷

ইয়াফেস ওসমান বলেন উন্নত বিশ্বের ২৪ ভাগ বিদ্যুৎই উৎপাদন হয় পারমাণবিক শক্তি থেকে৷ বাংলাদেশও সেদিকেই যাচ্ছে৷ পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫০ বছর আগে রূপপুরে ২ হাজার ৯শ' একর ভূমি অধিগ্রহন করা হয়৷ বিদ্যুৎ কেন্দ্রটি হলে যাদের ভূমি অধিগ্রহণ করা হয়ছে তারা স্বস্তি পাবেন৷

প্রতিবেদক:হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য