1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবারবিহীন ৪৯তম জন্মদিন পালন ওবামার

৫ আগস্ট ২০১০

৪৯তম জন্মদিন৷ বেশ সাদামাটাভাবেই কাটালেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বিশেষ করে এমন দিনে কাছে নেই ফার্স্ট লেডি মিশেল ওবামা৷ পাশে নেই আদরের দুই মেয়ে মালিয়া এবং সাশাও৷

https://p.dw.com/p/OcFr
President, Barack, Obama, মার্কিন, প্রেসিডেন্ট, বারাক, ওবামা,
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: AP

নয় বছরের মেয়ে সাশাকে নিয়ে মিশেল ওবামা অবকাশ কাটাতে গেছেন স্পেনে৷ আর ১২ বছর বয়সি বড় মেয়ে মালিয়া গেছেন গ্রীষ্মকালীন ক্যাম্পে৷ তাই নিজের জন্মদিনে কী আর করার? রাষ্ট্রীয় দায়িত্ব পালন শেষে সন্ধ্যাটা কাটালেন শিকাগোতে বন্ধুদের সাথে৷ রাত কাটালেন শিকাগোর হাইড পার্কের নিজের বাড়িতে৷

বুধবার ওয়াশিংটনে এএফএল-সিআইও লেবার ফেডারেশনের বৈঠকে যোগ দিয়েছিলেন ওবামা৷ সেখানে বেশ মজা করেই বললেন, ‘‘এখানে কোন কেক না দেখে আমি হতাশ হয়েছি৷'' তবে তাঁর সার্বক্ষণিক প্রতিরক্ষায় নিয়োজিত সিক্রেট সার্ভিসের সদস্যদের দিকে ইঙ্গিত করে বললেন, ‘‘সম্ভবত তারা নিজেরাই এখন কেকটি খাচ্ছে৷''

নিজের জন্মদিন নিয়ে বেশ খোলামেলাই কথা বললেন ওবামা৷ স্বীকার করলেন, তাঁর চুল দিনদিন পেকে যাচ্ছে আর কমে যাচ্ছে বিপাক ক্রিয়ার মাত্রা৷ হোয়াইট হাউসও চুপ নেই৷ মুখপাত্র রবার্ট গিবস জানান, ১৮ মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে এখন চুল আরো খানিকটা পেকেছে৷ তবে এমন কঠিন দায়িত্বের বোঝা কাঁধে থাকলেও ওবামা তাঁর কাজ উপভোগ করছেন, জানানো হলো জন্মদিনের বার্তায়৷ এছাড়া মার্কিন নেতার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ৷

জন্ম সনদ অনুযায়ী, ওবামার জন্ম ১৯৬১ সালের ৪ আগস্ট হাওয়াই দ্বীপপুঞ্জে৷ আর তাঁর জন্মের দুই বছর পরই হাওয়াই রাজ্য হিসেবে স্বীকৃত পায়৷ তবে তাঁর এই জন্ম সনদ ভুয়া বলে মনে করেন অনেক মার্কিনিই৷ সিএনএন ওপিনিওন রিসার্চ কর্পোরেশন এর সমীক্ষায় দেখা গেছে, ১১ শতাংশ মার্কিনি মনে করেন, ওবামা নিশ্চিতভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি৷ অন্যদিকে, ১৬ শতাংশ মার্কিনি মনে করেন, ওবামা সম্ভবত আমেরিকায় জন্ম নেননি৷ তবে আমেরিকায় ওবামার জন্মের ব্যাপারে কোন সন্দেহই নেই ৪২ শতাংশ মার্কিনির৷ আর কিছুটা সন্দেহ থাকলেও ওবামা মার্কিনি এমন বিশ্বাস বাকি ২৯ শতাংশ মার্কিনির৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম