1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিমাণ নয়, পাইপলাইন ব্যবস্থাই গ্যাস সংকটের জন্য দায়ী

১৮ আগস্ট ২০১০

বর্তমান গ্যাস সংকটের জন্য যতটা না দায়ী পর্যাপ্ত গ্যাসের অভাব, তার চেয়ে বেশি দায়ী পর্যাপ্ত পাইপলাইনের অভাব৷ এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷ ডেইলি স্টারের আজকের প্রধান প্রতিবেদন এটিই৷

https://p.dw.com/p/Opo9
ছবি: AP

প্রথম আলোর প্রধান প্রতিবেদন চট্টগ্রাম বন্দর নিয়ে৷ এতে বলা হয়েছে বন্দর ব্যবহারের খরচ আগের চেয়ে বেড়ে গেছে৷ কালের কন্ঠের প্রতিবেদন আবাসন শিল্প নিয়ে৷ পত্রিকাটি বলছে, এই শিল্পে স্থবিরতা বিরাজ করছে৷ এর ফলে প্রায় ১৫ লক্ষ শ্রমিক বেকার হয়ে যেতে পারে বলে তাদের আশঙ্কা৷ এর পেছনের কারণগুলোও খোঁজার চেষ্টা করেছে পত্রিকাটি৷ সমকাল রিপোর্ট করেছে ওপেন মার্কেট সেল অর্থাৎ ওএমএস নিয়ে৷ তারা বলছে, ওএমএসের চাল কেনায় সাধারণ জনগণের তেমন সাড়া মিলছেনা৷ জনগণের ক্রয়ক্ষমতা দিন দিন বৃদ্ধি এর কারণ বলে মনে করছেন কেউ কেউ৷ যুগান্তরের প্রধান প্রতিবেদন বিমানমন্ত্রীর সঙ্গে সংসদীয় কমিটির দ্বন্দ্ব নিয়ে৷ আর ইত্তেফাকের রিপোর্ট বিদ্যুৎ সমস্যা নিয়ে৷

বখাটের শাস্তি

রংপুরে এক ছাত্রীকে উত্ত্যক্ত করার জন্য তিন বখাটেকে কান ধরে উঠবস করানো হয়েছে৷ হাজার হাজার মানুষের সামনে এই ঘটনাটি ঘটেছে৷ সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও৷

ইব্রাহিম হত্যাকান্ড

যুবলীগ নেতা ইব্রাহিম হত্যার পর যে অপমৃত্যু মামলা হয়েছে সেটি মঙ্গলবার ডিবি'র কাছে হস্তান্তর করা হয়েছে৷ এছাড়া গ্রেপ্তার করা হয়েছে সরকার দলীয় সাংসদ শাওনের গাড়িচালক ও পিএসকে৷ শাওনকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে ডিবি'র একটি সূত্র৷ দৈনিক সমকাল দিয়েছে এসব খবর৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: রিয়াজুল ইসলাম