1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্তুগালকে ঠেকিয়ে দিল আইভরি কোস্ট, কিউইদের প্রথম পয়েন্ট

১৬ জুন ২০১০

গোলপোস্টে বল লেগে ফেরত আসাটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না, সেই হিসেবে পর্তুগালের স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্দোকে দুর্ভাগাই বলতে হয়৷ মঙ্গলবার আইভরি কোস্টের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই তাঁর একটি দুর্দান্ত শট সাইডবারে লাগে৷

https://p.dw.com/p/Nrjd
বলের দখল রাখার চেষ্টা করছেন রোনাল্দোছবি: AP

রোনাল্দো বনাম দ্রগবা

কিন্তু ওই পর্যন্তই, এরপর আইভরি কোস্টের ডিফেন্ডারদের কড়া মার্কিংয়ে গোটা ম্যাচে আর একটি শটও ঠিকভাবে নিতে পারেননি চলতি সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার৷ অন্যদিকে তুলনামূলক দুর্বল দল হলেও গোটা ম্যাচে সমানে সমানে লড়ে গেছে এবারের বিশ্বকাপে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় আশা এলিফেন্টরা৷

তার ওপর তাদের জন্য আরও বড় আশার খবর হল, সেরা স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাকে ফেরত পাওয়া৷ যদিও দ্বিতীয়ার্ধের অর্ধেক পার হওয়ার পর মাঠে নেমেছিলেন দ্রগবা৷ দলের পক্ষে গোলের সবচেয়ে বড় সুযোগটিও তিনি পান ম্যাচের একেবারে শেষের দিকে৷ পর্তুগিজ গোলরক্ষককে একা পেয়েও ঠিকভাবে কিকটি নিতে পারেননি তিনি৷ ফলে গোলশুন্যভাবে ম্যাচটি শেষ হয়৷ তবে আইভরি কোস্টের খেলোয়াড়দের দ্রুতগতির কাছে অনেক সময় হার মানতে দেখা গেছে পর্তুগালের খেলোয়াড়দের৷ ম্যাচ শেষে এই ফলাফলে সন্তোষই জানিয়েছেন দ্রগবা৷ তাঁর মতে বর্তমান বিশ্বের তিন নম্বর দল পর্তুগাল, তাদের সঙ্গে ড্র করাটাকে সন্তোষজনক বলতে হয়৷

Fußball WM 2010 Südafrika Neuseeland vs Slowakei Flash-Galerie
নিউজিল্যান্ডের রেইডের হেড ঢুকে যাচ্ছে স্লোভাকিয়ার পোস্টেছবি: AP

স্লোভাকিয়ার হতাশা

এদিকে স্লোভাকিয়া ও নিউজিল্যান্ডের ম্যাচটি ড্র হলেও দর্শকরা তা মনে রাখবেন অনেকদিন৷ কারণ নির্ধারিত সময়ের পরে ইনজুরি টাইমে গোল শোধ করে স্লোভাকিয়ার নিশ্চিত জয় কেড়ে নিয়েছে কিউইরা৷ রাগবি খেলাতে অল ব্ল্যাক পোশাক পরলেও ফুটবলে নিউজিল্যান্ডের পোশাক কিন্তু অল হোয়াইট৷ তো, গতকালই তারা বিশ্বকাপে প্রথম কোন পয়েন্ট অর্জন করল৷ এর আগে ১৯৮২ সালে তারা বিশ্বকাপ খেললেও সবগুলো ম্যাচের ফলাফলই ছিল তাদের জন্য বেশ বেদনাদায়ক৷ ম্যাচের কথায় ফেরা যাক, দুই দলই প্রতিপক্ষের সীমানায় হানা দেওয়ার চেষ্টা করলেও প্রথমার্ধে কোন গোল পায়নি৷ তবে ৫০ মিনিটের মাথায় স্লোভাকিয়ার রবার্ট ভিটেক হেড করে গোল দিয়ে দলকে এগিয়ে নেন৷ এরপর তাদের জয় যখন প্রায় সময়ের ব্যপার হয়ে দাঁড়িয়েছে, তখন ডি বক্সের ভেতর বল পেয়ে নিউজিল্যান্ডের উইন্সটন রাইড যে হেড নেন তা জড়িয়ে যায় স্লোভাকিয়ার জালে৷ ম্যাচ শেষে উচ্ছসিত নিউজিল্যান্ডের কোচ রিকি হার্বার্ট বলেন, ‘এটা সত্যিই দুর্দান্ত হয়েছে, আমি ছেলেদের অনেকবার বলেছি হাল ছেড়ে না দিতে৷ আমরা যদি কিছু না পেয়ে ফেরত যেতাম তাহলে সেটা সত্যিই হতাশার হতো৷ গত পাঁচ বছর ধরে এর জন্য আমরা কাজ করে যাচ্ছি৷'

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: হোসাইন আব্দুল হাই