1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্যটকদের স্বর্গ হতে চায় রাশিয়া

১৫ অক্টোবর ২০১০

রেড স্কোয়্যার, ক্রেমলিন এবং সেন্ট পিটার্সবার্গের যাদুঘর বিশ্বের আকর্ষণ কেন্দ্রগুলোর অন্যতম৷ কিন্তু তবুও পর্যটক আকর্ষণ করতে হিমশিম খেয়ে যাচ্ছে রাশিয়া৷

https://p.dw.com/p/PeaS
Red Square, Moscow, Russia, রেড স্কোয়্যার, ক্রেমলিন, সেন্ট পিটার্সবার্গ, যাদুঘর
রেড স্কোয়্যারছবি: AP

রাশিয়া, বিশেষ করে মস্কোর রেড স্কোয়্যার, ক্রেমলিন – এইগুলো ঐতিহাসিক জায়গা৷ এসব দেখার স্বপ্ন থাকে যারা ঘুরতে ভালোবাসেন, তাদের সবারই৷ সাথে সেন্ট পিটার্সবার্গের বিখ্যাত যাদুঘর৷ দর্শনীয় এইসব জায়গা দেখার সবধরণের সুযোগ এবং সুবিধের জন্যে আছে বিলাসবহুল সব হোটেলের ব্যবস্থা, রয়েছে নিশ্চিত সার্ভিস এবং পর্যটকদের একেবারে যাকে বলে, ব্যুরোক্র্যাটিক সদরদপ্তর৷ রাশিয়া পর্যটকদের সুযোগ সুবিধার সব ব্যবস্থাই রেখেছে৷

কিন্তু তারপরেও প্রত্যাশা অনুযায়ী পর্যটক আকর্ষণ করতে না পারায় সব কিছু পরিবর্তন করে ২০১৬ সাল নাগাদ রাশিয়াকে পর্যটকদের স্বর্গে পরিণত করার এক উচ্চাকাঙ্খি কর্মসূচি হাতে নিয়েছে রুশ সরকার৷ দেশটির পর্যটন ও ক্রীড়া উপ মন্ত্রী নাদেজদা নাজিনা বলেছেন, ‘‘একজন বিদেশি দর্শনার্থী যেন রাশিয়ায় এসে আরামবোধ করেন, সেজন্যে যা যা করার তার সবই আমরা করছি৷''

তিনি বলেন, বিশেষ ট্রেনের ব্যবস্থা করা এবং বিজ্ঞাপন প্রচারসহ অবকাঠামো উন্নয়নের জন্যে রুশ সরকার খুব শিগগিরি ১ হাজার ১শ ৭০ কোটি ডলারের একটি পরিকল্পনা হাতে নেবে৷ মন্ত্রী বলেন, এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে পাঁচ বছরের মধ্যে ৪ কোটিরও বেশি পর্যটক প্রতি বছর রাশিয়া সফর করবেন৷

কেন্দ্রীয় পর্যটন দপ্তরের হিসেব অনুযায়ী, রাশিয়া গত বছর আকর্ষণ করতে পেরেছিল মাত্র ২৩ লাখ পর্যটককে৷ অন্যদিকে বিশ্ব পর্যটন সংস্থার হিসেবে ২০০৯ সালে সবচেয়ে বেশি পর্যটক গেছেন ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে৷ এর মধ্যে ৭ কোটি ৪০ লাখ পর্যটক টেনেছে ফ্রান্স এবং সাড়ে পাঁচ কোটি পর্যটক গেছেন যুক্তরাষ্ট্রে৷ এছাড়া ইটালিতে গত বছরে পর্যটকের সংখ্যা ছিল ৪ কোটি ৩০ লাখ৷

তাই প্রত্যাশা পূরণ করতে হলে রাশিয়াকে অনেক বেশি পর্যটক আকর্ষণ করতে হবে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন