1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পলের সাথে পাল্লা দিয়ে হাজির চাচাতো ভাই ওলি

১৫ আগস্ট ২০১০

অক্টোপাস পলের সাথে পাল্লা দিয়ে এবার হাজির তার চাচাতো ভাই ওলি৷ ওলি ও পল দু’জনেরই জন্ম ওয়েমাউথের সি লাইফ সেন্টারে৷ তবে পল জার্মানিতে পাড়ি জমানোর মাত্র কিছুদিন আগে জন্ম হয়েছিল ওলির৷

https://p.dw.com/p/OoGs
Paul, Football, Sea Life, Oberhausen, Aquarium, Paul, পল, ওলি, অক্টোপাস
পলের সাথে পাল্লা দিয়ে হাজির ওলিছবি: picture-alliance/dpa

যাহোক, দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ফুটবলের আসরে খেলার ফল সম্পর্কে সঠিক ভবিষ্যদ্বাণী করে বিখ্যাত হয়েছিল পল৷ জার্মানির সাতটি খেলা নিয়েই পলের কথা একেবারে সঠিক ছিল৷ এমনকি স্পেনের শিরোপা জয়, সেটিও ছিল পলের সঠিক গণনা৷ ফলে পলের খ্যাতির পর এবার খোঁজ করা হয় পলের জ্ঞাতি-গোষ্ঠীরও৷ পল জার্মানিতে থাকলেও ওলিকে পাওয়া গেছে ব্ল্যাকপুলের সি লাইফ সেন্টারে৷

আর ওলির সাথে একদম পাকাপোক্ত চুক্তি করে ফেলেছে ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান'৷ এবার ওলিও শুরু করল আগেভাগেই ভবিষ্যৎ বলার কাজ৷ পলের জন্য দু'টি বাক্সতে দেওয়া হতো মাসল জাতীয় ঝিনুক৷ কিন্তু ওলির প্রিয় খাবার ম্যাকেরেল জাতীয় সামুদ্রিক মাছ৷ এছাড়া ওলির জন্য দরকার পড়ছে চারটি বাক্স ভর্তি ম্যাকেরেল৷

শনিবার প্রথম নতুন প্রিমিয়ার লিগ নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে ওলি৷ এমনকি অনেক ফুটবল বোদ্ধার সাথে দ্বিমত পোষণ করেই শুরু ওলির ভবিষ্যৎ বলা৷ ওলি ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, এবারের শিরোপা যাবে চেলসি'র ঘরে৷ আর বিশ্বকাপে সেরা ফ্লপ মারলেও, ম্যানচেস্টার ইউনাইটেড এর ওয়েন রুনিই নাকি ঘুরে দাঁড়াচ্ছেন৷ এমনকি সেরা গোলদাতার গৌরব জুটবে রুনির ভাগ্যে - এমন কথাই বলছে ওলি৷

শুধু তাই নয়, খেলা নিয়ে বাজি ধরায় বিখ্যাত সব সংস্থার বিপরীতে গিয়ে ওলি বলল, ব্ল্যাকপুল নয় এবারের মৌসুমে তালিকার সবচেয়ে নীচের স্থানটি জুটবে ওল্ভস এর কপালে৷ আর ওলির দেওয়া সবচেয়ে দুর্ভাগ্যের খবরটি হলো রবার্টো ম্যান্সিনিকে নিয়ে৷ ওলির মতে, এই মৌসুমে দলের ম্যানেজারের পদ থেকে সর্বপ্রথম ছাঁটাই হবেন ম্যানচেস্টার সিটি'র ম্যান্সিনি৷

তবে ওলির এমন সব বোমা ফাটানো মন্তব্য হুট করেই আসেনি৷ তার আগে তাকে নিতে হয়েছে যথেষ্ট প্রশিক্ষণ আর অনুশীলন৷ প্রশিক্ষক ক্যারি ডাকহাউস বলেন, ওলি তার অনুশীলন পর্বেই সবাইকে অভিভূত করেছে৷ তাছাড়া ওলির রয়েছে দারুণ স্বভাব এবং ওর সাথে কাজ করতেও খুব মজা পাওয়া যায়৷ বিশ্বকাপের আসরে পলের কথা শুনেছে এবার অধিকাংশ বাজি পটুরা৷ ফলে বেশ ক্ষতির মুখে পড়ে ইন্টারনেটে বাজি ধরার বড় বড় প্রতিষ্ঠানগুলো৷ আর এবার ওলির আগমনে আরো শঙ্কার মুখে এসব প্রতিষ্ঠানগুলো৷ এদের মধ্যে অন্যতম শীর্ষ পর্যায়ে থাকা ল্যাডব্রোক ইতিমধ্যে প্রকাশ করেছে তাদের শঙ্কা, ‘‘ওলির গণনা যদি সত্যি সত্যি সঠিক হতে থাকে, তাহলে সে আমাদের জন্য এক ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হবে৷''

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সাগর সরওয়ার