1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫০

১৯ জুলাই ২০১০

ভারতের পশ্চিমবঙ্গে সোমবার এক ট্রেন দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছে৷ এখনো ট্রেনের একাধিক কামরায় অনেকে আটকে আছেন৷ তবে, উদ্ধার কাজ চলছে৷

https://p.dw.com/p/OOb5
গত দু’মাসের মধ্যে পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা (ফাইল ফটো)ছবি: AP

প্রাথমিক খবরে জানা যায়, কোলকাতার ২০০ কিলোমিটার উত্তরের শহর বিরভুমের এক স্টেশনে অপেক্ষা করছিল একটি যাত্রীবাহী ট্রেন৷ এসময় পেছন দিয়ে দ্রুত বেগে ধেয়ে আসা উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনটিকে আঘাত করে৷ এতে যাত্রীবাহী ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়ে উড়ে যায় এবং স্টেশনের যাত্রী পারাপারের ফুট ব্রিজের ওপর আছড়ে পড়ে৷ স্থানীয় পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২০ জন৷ এদের মধ্যে ৪০ জনের অবস্থা গুরুতর৷

পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনাস্থল থেকে বলেন, মৃতের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে৷ আমরা এখনো কিছু দেহ বের করে আনার চেষ্টা করছি৷

এদিকে ঠিক কী কারণে এই দুর্ঘটনা, তা এখনো জানা যায়নি৷ স্থানীয় সময় রাত দু'টোয় যখন দুই ট্রেনের সংঘর্ষ হয়, তখন অধিকাংশ যাত্রীই ঘুমাচ্ছিলেন৷ ইতিমধ্যে ভারতের রেল মন্ত্রী মমতা বন্দোপাধ্যায় দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা করেছেন৷ সাংবাদিকদের তিনি জানান, ৪৯ যাত্রী নিশ্চিতভাবে মারা গেছে৷ নিহতদের পরিবার প্রতি পাঁচ লাখ রুপি আর আহতদের এক লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানিয়েছেন মমতা৷

উল্লেখ্য, গত দুই মাসেরও কম সময়ের মধ্যে পশ্চিমবঙ্গে এটি দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা৷ আগেরবার ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারায় ১৫০ জন৷ সেটির সঙ্গে অবশ্য মাওবাদী জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: রিয়াজুল ইসলাম